For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক আলোচনায় ইমরান খান দিলেন শর্ত! কোন দাবি তাঁর

দ্বিপাক্ষিক আলচোনায় ইমরান দিলেন শর্ত!

  • |
Google Oneindia Bengali News

জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা অবলুপ্তির পর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্ক রীতিমতো খারাপ পর্যায়ে গিয়ে ঠেকেছে। একাধিকবার এই ইস্যু নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের কাথে দরবার করেও পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে ফাঁসা হাতে ফিরে আসতে হয়। বহুবার সীমান্ত পার থেকে ইমরান হুমকি দিয়েছেন পরমাণু যুদ্ধের। এবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর দাবি, কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের আলোচনা হলে , তার আগে দিল্লিকে পালন করতে হবে ইসলামাবাদের শর্ত।

 ইমরানের শর্ত

ইমরানের শর্ত

পাকিস্তানের মিডিয়ার সঙ্গে কাশ্মীর প্রসঙ্গে কথা বলবার সময় , পাক প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়ে দেন, যতক্ষণ না কাশ্মীর থেকে কারফিউ তুলে নেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত দুটি দেশের মধ্যে কিছুতেই আলোচনা হতে পারে না। তিনি বলেন, 'কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুললে তবেই আলোচনা হবে।'

বিশ্ব দরবার থেকে সমর্থন আদায়ের চেষ্টা ইমরানের!

বিশ্ব দরবার থেকে সমর্থন আদায়ের চেষ্টা ইমরানের!

জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের মোদীর আসন্ন সফরের সঙ্গে সঙ্গেই , পাক প্রধানমন্ত্রী ইমরান খানও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করতে যাচ্ছেন ওয়াশিংটনে। মার্কিন মুলুকে মোদীর 'হাউডি মোদী' অনুষ্ঠানটিতে ট্রাম্পের যোগ দেওয়ার বিষয়টি নিয়েও ইমরান সরকার কূটনৈতিকভাবে কড়া নজর রাখছে। পাশাপাশি, বিভিন্ন সময় কাশ্মীর আওয়ার, কাশ্মীর সলিডারিটি ডে পালন করে পাকিস্তান থেকে বিশ্বের প্রতি একাধিক বার্তা ছুঁড়ে দিয়েছেন ইমরান। যা বাস্তবে সেভাবে কার্যকর হয়নি।

পাকিস্তানের ভারত বিরোধিতা

পাকিস্তানের ভারত বিরোধিতা

বিভিন্ন সময় , কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তানকে ভারত সাফ জানিয়ে দিয়েছে, ৩৭০ ধারা অবলুপ্তি নিছকই ভারতের অভ্যন্তরীণ বিষয়। এরপরেও , পাক সীমান্ত থেকে এসেছে ভারতীয় সেনাকে তাক করে গোলাগুলি, চলেছে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা।

English summary
Imran Khan says No chance of bilateral talks with India on Kashmir until curfew is lifted .Speaking to local media in Pakistan, Khan said, "There is no chance of talks with India on Kashmir until the curfew is lifted."
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X