For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘরে বসে বার্গারের গন্ধ পেতে চান ? সুগন্ধি মোমবাতির মাধ্যমে নতুন ভাবনা ম্যাকডোনাল্ডসের

ঘরে বসে বার্গারের গন্ধ পেতে চান ? সুগন্ধি মোমবাতির মাধ্যমে নতুন ভাবনা ম্যাকডোনাল্ডসের

  • |
Google Oneindia Bengali News

বর্তমানে পৃথিবীর এমন কোনও দেশ বোধ হয় নেই যেখানে বার্গার পাওয়া যায় না। দেশ ও অঞ্চল ভেদে এেই বার্গারের স্বাদ বদলাতে থাকলেও এর রসনাতৃপ্তি কিন্তু কখনও ছাড়তে চান না বার্গার প্রেমীরা।

ঘ্রানেই যখন অর্ধেক ভোজন

ঘ্রানেই যখন অর্ধেক ভোজন

বাংলায় একটা প্রবাজ আছে, ঘ্রানং অর্ধনং ভোজনং, অর্থাৎ ঘ্রাণের সাথে খাওয়ার এবং তৃপ্তি লাভ করার একটা সম্পর্ক আছে। একবার ভাবুন তো যদি ঘরে বসেই পেতে পারতেন বার্গারের স্বাদ। হ্যাঁ এবার আপনার এই ভাবনাকে সত্যি করতেই সুগন্ধি মোমবাতি তৈরির সিদ্ধান্ত নিয়েছে বিখ্যাত খাদ্য প্রস্তুতকারী সংস্থা ম্যাকডোনাল্ডস।

শার্ট থেকে নেকলেস, জুতো তেকে মোমবাতি সবেতেই বার্গারের গন্ধ

শার্ট থেকে নেকলেস, জুতো তেকে মোমবাতি সবেতেই বার্গারের গন্ধ

একবার ভাবুন হয়তো আপনি চেখে দেখতে পারছেন না কিন্তু বার্গারের গন্ধে ম ম করছে আপনার গোটা বাড়ি। অবাক লাগলেই এবার এটাই সত্যি করতে চলেছে ম্যাকডোনাল্ডস। গোল্ডেন আর্চস আনলিমিটেড নামে একটি ওয়েবসাইট ম্যাকডোনাল্ডসের শার্ট থেকে নেকলেস, জুতো তেকে মোমবাতি সবই বিক্রি করছে যাতে রয়ছে বার্গারের মতো গন্ধ। জুতো জোড়া পায়ে গলালেই, পা নতুন জানা গায়ে চড়ালেই এবার তা থেকে বার্গারের গন্ধ পাবেন আপনার আশেপাশের লোকজন।

রয়েছে ছয়টি ভিন্ন গন্ধের মোমবাতির প্যাক

রয়েছে ছয়টি ভিন্ন গন্ধের মোমবাতির প্যাক

একই সাথে ওই ওয়েবসাইটে ছয়টি ভিন্ন সুগন্ধযুক্ত একটি মোমবাতির প্যাক বিক্রি হচ্ছে বলে জানা যাচ্ছে। প্যাকটিতে রয়েছে বান, কেচাপ, আচার, পনির, পেঁয়াজের গন্ধ যুক্ত মোমবাতি। যেগুলি একসাথে জ্বালালে আপনার ঘর বার্গারের গন্ধে সুভাসিত হয়ে উঠবে বলে দাবি করা হয়েছে ওয়েবসাইটের তরফে।

English summary
McDonald's decision to sell perfume candles, Burger smell can be found in the house,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X