For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২৫-এ ভারত-পাকিস্তান পরমাণু যুদ্ধ হলে কোন ভয়াবহ পরিণাম আসবে দু'দেশে! চাঞ্চল্যকর তথ্য রিপোর্টে

  • |
Google Oneindia Bengali News

প্রতিশোধস্পৃহা যে কতবড় নাশকতার জন্ম দেয়ে তা মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ব্রান্সউইক-রাটগার্স বিশ্ববিদ্যালয়ের যৌথ জানিয়েছে সমীক্ষা ও গবেষণায়। বিশ্ববিদ্যালয়ের তরফে সমীক্ষা বলছে, ভারত ও পাকিস্তান এই মুহূর্তে যদি প্রতিশোধস্পৃহায় যুদ্ধ শুরু করে তাহলে ভয়াবহভাবে শুরু হবে দুর্ভিক্ষ। কয়েক লাখ মানুষ খেতে পাবেন না বলে দাবি সমীক্ষায়। উঠে এসেছে আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য।

 গবেষণার রিপোর্ট যা বলছে

গবেষণার রিপোর্ট যা বলছে

গবেষণার সমীক্ষায়ে দেখা গিয়েছে , সম্ভবত ২০১৫ সালে ভারত পাকিস্তান যুদ্ধের একটা প্রবল সম্ভাবনা দানা বাঁধতে পারে। তার জন্য সাম্প্রতিককালে দুই দেশের পরিস্থিতিই দায়ী। সমীক্ষা বলছে, সেই যুদ্ধ হতে পারে কাশ্মীরকে নিয়েই।

 বিশ্বের নিরিখে বড় ক্ষতি

বিশ্বের নিরিখে বড় ক্ষতি

রিপোর্ট বলছে , পরমাণু অস্ত্র যদি এশিয়ার দুটি দেশ ২০২৫ সালে ব্যবহার করে তাহলে তার থেকে ১৬-৩৬ মিলিয়ন টন ছোট ছোট কালো কার্বন পার্টিক্যাল বায়ুমণ্ডলে মিশতে শুরু করবে। ২ সপ্তাহ ধরে তা মিশবে। যার ভয়ঙ্কর প্রভাব পড়বে গোটা বিশ্বে। এছাড়াও এই যুদ্ধের ফল হিসাবে একধরনের 'কালিখ' সূর্যের তাপকে শুষে নেবে , যা অত্যন্ত ক্ষতিকর ঘটনা হবে।

 ভারত-পাকিস্তান খারাপ সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে

ভারত-পাকিস্তান খারাপ সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে

গোটা বিশ্বে পরমাণু শক্তিধর ৯ টি দেশ রয়েছে। তার মধ্যে ভারত-আর পাাকিস্তান সবচেয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে এমন পরিস্থিতির দিকে। এরফলে দুর্ভিক্ষ আঁকড়ে ধরবে দুটি দেশের মাটিকে। অন্যদিকে, ৫০ থেকে ১২৫ মিলিয়ন মানুষ নিমেষে নিশ্চিহ্ন হয়ে যাবেন পরমাণু যুদ্ধের প্রভাবে।

 ২০২৫ সালের যুদ্ধে ৫০০ পরমাণু অস্ত্র!

২০২৫ সালের যুদ্ধে ৫০০ পরমাণু অস্ত্র!

গবেষণার রিপোর্ট বলছে, ২০২৫ সালে ভারত-পাকিস্তান পরমাণু যুদ্ধে ৪০০ থেকে ৫০০ টি পরমাণু অস্ত্র ব্যবহার হবে। রিপোর্ট বলছে, পরমাণু যুদ্ধে যদি দুটি দেশ মিলিয়ে এত সংখ্যক পরমাণু অস্ত্র ব্যবহার করে, তাহলে দুটি এলাকারই আগামী কয়েক প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে। প্রতিবন্ধকতা থেকে শুরু করে আঁকড়ে ধরতে পারে একাধিক সমস্যা।

English summary
India , Pakistan Nuclear War could kill over 100 million people, claims study .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X