For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রবল বেগে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় 'আইসেস'! করোনার আবহে নয়া আতঙ্কে প্রহর গুনছে আমেরিকা

  • |
Google Oneindia Bengali News

ফের আরও এক বিধ্বংসী ঝড়ের তাণ্ডবের আগে প্রহর গুণছে আমেরিকা। এবার সেদেশের আইসেস ঘূর্ণিঝড় নিজের 'হারিকেন ' হওয়ার চারিত্রিক বৈশিষ্ট সংগ্রহ করে প্রবল বেগে আছড়ে পড়তে চলেছে সেদেশে।

 আমেরিকার কোন অংশে আছড়ে পড়বে?

আমেরিকার কোন অংশে আছড়ে পড়বে?

জানা গিয়েছে, আমেরিকার উত্তর পূর্ব ও পূর্ব সীমান্তে এদিন শক্তি বাড়িয়ে আছড়ে পড়ার কথা আইসেসএর। জানা গিয়েছে আমেরিকার সময়কাল সোমবার মধ্যরাতে এই ঝড় আছড়ে পড়তে পারে।

 ঝড়ের গতিবেগ

ঝড়ের গতিবেগ

ঘণ্টায় ৭০ মাইলের গতিবেগ নিয়ে ঝড় নিজের রক্তচক্ষু দেখাতে শুরু করেছে আমেরিকায়। সেদেশের ক্যারোলিনাতে এই ঝড়ের আছড়ে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে। বিষয়টি নিয়ে সতর্কতা জারি করেছে মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার।

 সমুদ্রে ৬ ফুট ঢেউ!

সমুদ্রে ৬ ফুট ঢেউ!

জানা গিয়েছে, এই হারিকেনের গতি যেমন দানবীয় , তেমনই এর প্রবল তেজ জলরাশিতে গিয়েও পড়বে। জানা গিয়েছে, এই ঝড়ের জেরে আমেরিকার উপকূলীয় তটে জলরাশি পাঁচ ফুট থেকে ছয় ফুট পর্যন্ত বাড়বে।

 প্রবল বৃষ্টি

প্রবল বৃষ্টি

এই ঝড়ের জেরে করোনায় জেরবার শহর নিউইয়র্কে প্রবল প্রভাব পড়তে পারে। তার সঙ্গে ওয়াশিংটন ও ফিলাদেলফিয়াতেও প্রবল প্রভাব ফেলতে পারে আইসেস। এমন পরিস্থিতিতে ঝড়ের দাপট যেমনই হোক,প্রশাসনের নির্দেশ সকল অধিবাসী যেন নিজের সঙ্গে মাস্ক রাখেন।

 ট্রাম্পের নয়া ভিসা নীতির পদক্ষেপে ভারতীয়দের কপালে ভাঁজ! এইচওয়ানবি নিয়ে আমেরিকায় তোলপাড় ট্রাম্পের নয়া ভিসা নীতির পদক্ষেপে ভারতীয়দের কপালে ভাঁজ! এইচওয়ানবি নিয়ে আমেরিকায় তোলপাড়

English summary
Hurricane strength gained by storm Isais before hitting USA
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X