For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চলতি সপ্তাহে চোখে পড়ার মতো কিছু ছবি

চলতি সপ্তাহে নানা ঘটনার মাঝে চোখে পড়ার মতো কিছু ছবি।

  • By Bbc Bengali

চলতি সপ্তাহে নানা ঘটনার মাঝে চোখে পড়ার মতো কিছু ছবি।

চীনের উহান শহর থেকে করোনা ভাইরাসের উৎপত্তি বলে সন্দেহ করা হয়। আকাশ থেকে তোলা এই ছবিতে দেখা যাচ্ছে কর্তৃপক্ষ কীভাবে ঐ শহরে ১০ দিনের মধ্যে একটি হাসপাতাল তৈরি করছে।
AFP
চীনের উহান শহর থেকে করোনা ভাইরাসের উৎপত্তি বলে সন্দেহ করা হয়। আকাশ থেকে তোলা এই ছবিতে দেখা যাচ্ছে কর্তৃপক্ষ কীভাবে ঐ শহরে ১০ দিনের মধ্যে একটি হাসপাতাল তৈরি করছে।


বেইজিং-এর তিয়ানানমেন গেট-এর বাইরে দাঁড়িয়ে সেলফি তুলছেন মা ও ছেলে। দুজনেই মুখোশ পরা। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চীনে এবার চান্দ্র নববর্ষের কিছু অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
Nicolas Asfouri / AFP
বেইজিং-এর তিয়ানানমেন গেট-এর বাইরে দাঁড়িয়ে সেলফি তুলছেন মা ও ছেলে। দুজনেই মুখোশ পরা। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চীনে এবার চান্দ্র নববর্ষের কিছু অনুষ্ঠান বাতিল করা হয়েছে।


ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন গিয়েছিলেন ব্রিটেন-আফ্রিকা বিনিয়োগ সম্মেলনে। সেখানে এক স্টলে এমন একটি যন্ত্র ছিল যার ওপর হেঁটে গেলে তা থেকে বিদ্যুৎ তৈরি হয়। তবে প্রধানমন্ত্রী হাঁটা-চলার চেয়েও বেশি কিছু করেছিলেন।
Leon Neal / REUTERS
ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন গিয়েছিলেন ব্রিটেন-আফ্রিকা বিনিয়োগ সম্মেলনে। সেখানে এক স্টলে এমন একটি যন্ত্র ছিল যার ওপর হেঁটে গেলে তা থেকে বিদ্যুৎ তৈরি হয়। তবে প্রধানমন্ত্রী হাঁটা-চলার চেয়েও বেশি কিছু করেছিলেন।


থাইল্যান্ডের সুফন বুরি প্রদেশের একটি আখের ক্ষেতে আগুন জ্বলছে। পরিবেশ রক্ষার লক্ষ্যে কর্তৃপক্ষ কৃষিক্ষেত্রে অগ্নিসংযোগ নিষিদ্ধ করেছে। তাই কৃষকরা রাতের বেলা কাজটি করে থাকেন।
Chalinee Thirasupa / Reuters
থাইল্যান্ডের সুফন বুরি প্রদেশের একটি আখের ক্ষেতে আগুন জ্বলছে। পরিবেশ রক্ষার লক্ষ্যে কর্তৃপক্ষ কৃষিক্ষেত্রে অগ্নিসংযোগ নিষিদ্ধ করেছে। তাই কৃষকরা রাতের বেলা কাজটি করে থাকেন।


সুইডিশ পরিবশেবাদী আন্দোলনকারী গ্রেটা টুনবার্গ টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে গিয়ে ভাষণ দেয়ার সময় পরিবেশ রক্ষায় ব্যর্থতার জন্য বিশ্ব নেতাদের তিরষ্কার করেছেন।
Fabrice Coffrini / AFP
সুইডিশ পরিবশেবাদী আন্দোলনকারী গ্রেটা টুনবার্গ টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে গিয়ে ভাষণ দেয়ার সময় পরিবেশ রক্ষায় ব্যর্থতার জন্য বিশ্ব নেতাদের তিরষ্কার করেছেন।


বুরকিনা ফাসোর একটি শরণার্থী শিবিরে নারী ও শিশুরা। সোমবার সেখানকার আলামোতে হামলার পর শত শত পরিবার ঘর ছেড়ে পাালিয়ে যায় এবং এই অস্থায়ী শিবিরে আশ্রয় নেয়।
Olympia de Maismont / AFP
বুরকিনা ফাসোর একটি শরণার্থী শিবিরে নারী ও শিশুরা। সোমবার সেখানকার আলামোতে হামলার পর শত শত পরিবার ঘর ছেড়ে পাালিয়ে যায় এবং এই অস্থায়ী শিবিরে আশ্রয় নেয়।


যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের রাজধানী রিচমন্ড। নতুন অস্ত্র নিয়ন্ত্রণ আইনের বিরুদ্ধে জড়ো হয়েছিলেন হাজার হাজার প্রতিবাদকারী। যুক্তরাষ্ট্রের কোন কোন রাজ্যে ব্যক্তিগত অস্ত্র রাখা তাদের নাগরিক অধিকারের অংশ।
Stephanie Keith / Reuters
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের রাজধানী রিচমন্ড। নতুন অস্ত্র নিয়ন্ত্রণ আইনের বিরুদ্ধে জড়ো হয়েছিলেন হাজার হাজার প্রতিবাদকারী। যুক্তরাষ্ট্রের কোন কোন রাজ্যে ব্যক্তিগত অস্ত্র রাখা তাদের নাগরিক অধিকারের অংশ।


দক্ষিণ অস্ট্রেলিয়ায় দাবানলে ক্ষতিগ্রস্ত অ্যাডেলেইড হিলের পাশ দিয়ে চলে যাচ্ছেন সাইকেল রেসের একদল প্রতিযোগী। গত ডিসেম্বরে দাবানলে এই এলাকাটি পুড়ে ছাই হয়ে যায়।
David Mariuz / EPA
দক্ষিণ অস্ট্রেলিয়ায় দাবানলে ক্ষতিগ্রস্ত অ্যাডেলেইড হিলের পাশ দিয়ে চলে যাচ্ছেন সাইকেল রেসের একদল প্রতিযোগী। গত ডিসেম্বরে দাবানলে এই এলাকাটি পুড়ে ছাই হয়ে যায়।


ইংল্যান্ডে সেভার্ন নদীর ওপর প্রিন্স অফ ওয়েলস ব্রিজ। নদী থেকে তৈরি কুয়াশার এই ছবিটি তুলেছে ন্যাশনাল পুলিশ এয়ার সার্ভিস।
National Police Air Service via PA Media
ইংল্যান্ডে সেভার্ন নদীর ওপর প্রিন্স অফ ওয়েলস ব্রিজ। নদী থেকে তৈরি কুয়াশার এই ছবিটি তুলেছে ন্যাশনাল পুলিশ এয়ার সার্ভিস।


ব্রিটেনের খ্যাতনামা বাফটা পুরষ্কারের ট্রফি তৈরি করছেন রে টেরি। চুল্লিতে গলিত ধাতু থেকে এই ট্রফিটি তৈরি হয়। আগামী ২রা ফেব্রুয়ারী বাফটা অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
Toby Melville / Reuters
ব্রিটেনের খ্যাতনামা বাফটা পুরষ্কারের ট্রফি তৈরি করছেন রে টেরি। চুল্লিতে গলিত ধাতু থেকে এই ট্রফিটি তৈরি হয়। আগামী ২রা ফেব্রুয়ারী বাফটা অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।


কপিরাইট স্বত্ত্ব ছবির মধ্যে স্বীকার করা হয়েছে।

English summary
Here are some pictures to look at this week
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X