For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বড় পদক্ষেপ অমিত শাহের মন্ত্রকের! হাফিজ পুত্র তলহাকে 'সন্ত্রাসবাদী' হিসাবে চিহ্নিত করল ভারত

মুম্বই হামলার মাস্টারমাইন্ড তথা কুখ্যাত জঙ্গি সংগঠন লস্কর নেতা হাফিজ সইদের ছেলেকেও এবার সন্ত্রাসবাদী হিসাবে ঘোষণা করল ভারত। ইউপিএ অ্যাক্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এহেন ঘোষণা করা হয়। হাফিজ সইদের ছেলে তলহা সইদ ল

  • |
Google Oneindia Bengali News

মুম্বই হামলার মাস্টারমাইন্ড তথা কুখ্যাত জঙ্গি সংগঠন লস্কর নেতা হাফিজ সইদের ছেলেকেও এবার সন্ত্রাসবাদী হিসাবে ঘোষণা করল ভারত। ইউপিএ অ্যাক্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এহেন ঘোষণা করা হয়। হাফিজ সইদের ছেলে তলহা সইদ লস্করের সামাজিক সংগঠন জামাত-উদ-দাওয়ার নেতা।

সন্ত্রাসবাদী হিসাবে চিহ্নিত করল ভারত

বলে রাখা প্রয়োজন, গত একদিন আগেই পাকিস্তানের একটি আদালত ৩১ বছরের কারদণ্ডের নির্দেশ দিয়েছেন মহম্মদ সইদকে। আর এরপরেই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জারি করা নোটিশে তলহাকে 'চিহ্নিত সন্ত্রাসবাদী' তালিকার অন্তর্ভুক্ত করা হচ্ছে।

জানা যায়, হাফিজ সইদের উপর আমেরিকাও কোটি টাকার পুরস্কার ঘোষণা করে রেখেছে। ২০০৮ সালে আমেরিকার বুকে ঘটা ভয়ঙ্কর জঙ্গি হামলার ঘটনা সইদ অন্যতম অভিযুক্ত বলে দাবি করে আমেরিকা।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, গোপন সুত্রে মন্ত্রকের কাছে তলহার বিরুদ্ধে একাধিক তথ্য সামনে এসেছে। জানা যায়, কুখ্যাত জঙ্গি সংগঠন লস্করের জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রে অবাধ যাতায়াত ছিল তলহা'র। এমনকি পাক-আফগান সীমান্তে জঙ্গি প্রশিক্ষণ শিবির সইদ পুত্র তৈরি করেছেন বলেও ভারতের কাছে খবর আছে বলে জানা যাচ্ছে।

এই শিবিরগুলিতে আফগানিস্তানে ভারতীয় ঠিকানাগুলিতে হামলা চালানোর জন্য প্রশিক্ষণ দেওয়া হত বলেও জানতে পেরেছে ভারত।

শুধু তাই নয়, তলহা ভারত-বিরোধী কার্যকলাপে নিয়মিত অংশ নিতেন বলেও গোপন সুত্রে খবর রয়েছে ভারতের কাছে। এছাড়াও বিভিন্ন সময়ে জঙ্গি কার্যকলাপ চালাতে ফান্ডিং জোগাড় করার কাজও তলহা চালাত বলে গোপন সূত্রে খবর রয়েছে ভারতের কাছে। আর সব দিক খতিয়ে দেখার পরেই তলহার বিরুদ্ধে এহেন ব্যবস্থা মন্ত্রকের। এমনটাই জানিয়েছেন ওই আধিকারিক।

বলে রাখা প্রয়োজন তলহার একাধিক ভিডিও সামনে এসেছে। যেখানে তাকে লাগাতার ভারত বিরোধী কথাবার্তা বলতে শোনা গিয়েছে। এমনকি ভারতে হামলা চালানোর কথা সইদ পুত্রকে বলতে শোনা গিয়েছে ওই ভিডিওগুলিতে।

বলে রাখা প্রয়োজন, গত ২০১৭ সালে তলহার একটি ভিডিও সামনে আসে। যেখানে সইদ পুত্রকে বলতে শোনা যাচ্ছে জম্মু-কাশ্মীরের অশান্তি তৈরির কথা। প্রসঙ্গত ২৬/১১ ভারতে হওয়া হামলায় তলহা অন্যতম মাস্টারমাইন্ড বলে দেখা হয়।

ফলে সবদিক বিচার করেই ২০১৯ সালে সংশোধিত (ইউএপিএ) আইন অনুযায়ী সইদ পুত্রকে designated terrorist বলে ঘোষণা করল মন্ত্রক। এর আগে দাউদ ইব্রাহিম, জাকিউর রহমান লকভি, মাসুদ আজহারকে সন্ত্রাসবাদী হিসাবে ঘোষণা করেছে ভারত। এবার সেই তালিকায় যুক্ত হল হাফিজ সইদের ছেলে তলহার নামও। যা যথেষ্ট গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

English summary
hafiz saeed son talha marked as terrorist by Home Ministry
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X