For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্বাচন পরবর্তী প্রথম জনসভা থেকেই ফের ‘ভোটে কারচুপির’ অভিযোগে সরব ক্ষুব্ধ ট্রাম্প

ভোটে কারচুপি করেই আমাদের নিশ্চিত জয় ছিনিয়ে নেওয়া হয়েছে, ফের সরব ট্রাম্প

  • |
Google Oneindia Bengali News

পরাজয় নিশ্চিত জেনেও এখনও হোয়াইট হাউসের মায়া ত্যাগ করতে পারছেন না বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যেই জর্জিয়া ও অ্যারিজোনার গর্ভনরকে ফোন করে নির্বাচনী ফলাফলে হেরফেরের জন্য চাপ দিচ্ছেন বলেও শোনা গেছে। এমতাবস্থায় এবার ফের মার্কিন নির্বাচন নিয়ে ভিত্তিহীন দাবি করে বসলেন ট্রাম্প। এদিন জর্জিয়ার ভালডোস্টায় প্রথম নির্বাচন পরবর্তী জনসভায় এই দাবি করেন ট্রাম্প।

নির্বাচন পরবর্তী প্রথম জনসভা থেকেই ফের ‘ভোটে কারচুপির’ অভিযোগে সরব ক্ষুব্ধ ট্রাম্প

এদিকে ফলপ্রকাশের পর ডেমোক্র্যাট পদপ্রার্থী জো বাইডেনের জয় সুনিশ্চিত হয়ে যাওয়ার পর ভোট গণনায় কারচুপির অভিযোগে সরব হন তিনি। এমনকী পুর্নগণনার দাবি তুলে আদালতেরও দ্বারস্থ হন তিনি। যদিও পর্যাপ্ত প্রমাণাদির অভাবে সেখানেও মুখ থুবড়ে পড়েন তিনি। কিন্তু তাতেও খান্তি না হয়ে নির্বাচন পরবর্তী প্রথম জনসভাতে এসে ট্রাম্পের দাবি, “আমরাই জিতছিলাম কিন্তু শেষপর্বে শেষে গণনায় বড়সড় কারচুপি করা হয়। কিন্তু হাল ছাড়ার কোনও কারণ নেই। আমরা এর জবাব দেবই।”

এদিকে ইতিমধ্যেই দ্বিতীয় ও তৃতীয় পর্বের করোনা সংক্রমণ শুরু হয়েছে আমেরিকার একটা বিস্তৃর্ণ অঞ্চলে। অন্যদিকে ভোট পূর্ববর্তী সময় হোক বা ভোট পরবর্তী সময়, করোনাকে বিশেষ তোয়াক্কা করেননি ট্রাম্প। আক্রান্তও হয়েছেন মারণ ভাইরাসের থাবাও। তবুও এদিনের জনসভাই ছিল কার্যত মাস্ক-বিহীন। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে মার্কিন রাজ্য-রাজনীতিতে। অন্যদিকে বর্তমানে একপ্রকার বাধ্য হয়ে হার স্বীকার করলেও ২০২৪-এর নির্বাচনেও নিজেকে প্রাসঙ্গিক রাখবেন বলে সাফ জানিয়ে দিলেন ট্রাম্প। এমনকী বাইডেনকে দেখে নেওয়ারও হুঁশিয়ারি দেন তিন।

সিপিএম থেকে লোক যাচ্ছে বিজেপিতে! শুভেন্দুর নাম না করে বার্তা, নতুন স্লোগান পার্থর মুখেসিপিএম থেকে লোক যাচ্ছে বিজেপিতে! শুভেন্দুর নাম না করে বার্তা, নতুন স্লোগান পার্থর মুখে

English summary
Donald trump says Our sure victory has been snatched away by rigging the vote count
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X