For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টিকা মিললেও আগামী ৬ মাসে অপেক্ষা করছে আরও বড়সড় সঙ্কট! বিল গেটসের কথায় আশঙ্কার সুর

আগামী ৬ মাসে আসছে আরও কঠিন সময়, করোনা সঙ্কটের মাঝেই সতর্কবার্তা বিল গেটসের

  • |
Google Oneindia Bengali News

ইতিমধ্যেই জরুরি ভিত্তিতে ভ্যাকসিনের প্রয়োগ শুরু হয়েছে আমেরিকা, ব্রিটেন সহ একাধিক দেশে। যদিও টিকার দেখা মিললেও এখনও কাটছে না করোনা ভয়। এমনকী টিকাবিতরণ নিয়েও দেখা দিয়েছে বড়সড় আশঙ্কা। এমতাবস্থায় করোনা মহামারী নিয়ে এবার বড়সড় উদ্বেগের কথা শোনা গেল মাইক্রোসফটের কর্ণধার বিল গেটসের গলায়। এই প্রসঙ্গে বিল গেটস বলেন, “আগামী চার থেকে ছয়মাসে আরও ভয়ংকর রূপ ধারণ করতে চলেছে করোনা অতিমারী। মাস্ক পরিধান বা শারীরিক দূরত্ব বজায় রেখে না চললে আগামী চার-ছয় মাসে অতিরিক্ত ২লক্ষ মানুষের মৃত্যু ঘটতে পারে।”

আমেরিকার করোনা মোকাবিলা নিয়ে উদ্বেগের সুর বিল গেটেসের গলায়

আমেরিকার করোনা মোকাবিলা নিয়ে উদ্বেগের সুর বিল গেটেসের গলায়

এদিকে করোনার আঘাতে ইতিমধ্যেই আমেরিকায় মারা গেছেন প্রায় ২.৯ লক্ষ মানুষ। এমতাবস্থা রবিবারের বিশেষ সাক্ষাৎকারে বিল গেটস জানিয়েছেন, "আমি ভেবেছিলাম আক্রান্তের সংখ্যা কমিয়ে আনতে মার্কিন সরকার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে, কিন্তু গোটা পরিস্থিতি দেখে আমি হতাশ।" তিনি আরও জানিয়েছেন, "৫বছর আগে আমি যে ভবিষ্যদ্বাণী করেছিলাম, করোনার ভয়াবহতা তার চেয়েও অনেক অনেক বেশি।" গেটসের কথায়, "আমরা আগে থেকেই জানি যে বিজ্ঞান ও ভাইরাস যুদ্ধে কে কোথায়, কোন অবস্থায় দাঁড়িয়ে। তাই সারাবিশ্বের উন্নতির লক্ষ্যেই কাজ করবে আমাদের সংস্থা ।"

ককরোনা টিকাকরণ নিয়ে ট্রাম্পের সমালোচনায় মুখর বিল

ককরোনা টিকাকরণ নিয়ে ট্রাম্পের সমালোচনায় মুখর বিল

করোনার বিষয়ে কথা বলতে গিয়ে এদিন ট্রাম্পের প্রসঙ্গও টেনে আনেন বিল গেটস। করেন কড়া সমালোচনাও। এদিকে বিশ্বের অন্যান্য দেশে পৌঁছানোর আগে শুধুমাত্র মার্কিনিদের কাছে ভ্যাকসিন পৌঁছানোর জন্য বিশেষ নির্দেশিকা জারি করেন প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি। এ বিষয়ে বিল বলেন, "করোনার সময়ে সকল দেশই আমেরিকাকে সাহায্য করেছে নানাভাবে, এদিকে ভ্যাকসিনের ক্ষেত্রে এমন স্বার্থপরতা দেখালে তা যথেষ্ট লজ্জাজনক।"

দিচ্ছেন সতর্কবার্তাও

দিচ্ছেন সতর্কবার্তাও

সাক্ষাৎকারে বিল গেটস আরও জানান, "ভ্যাকসিন নেওয়ার প্রশ্নে আমি সর্বদাই জনসমক্ষে টিকা নিয়ে নিজেকে উদাহরণ হিসেবে তুলে ধরতে প্ৰস্তুত। তবে ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে স্বাস্থ্যই শেষ কথা বলবে, টাকা নয়।" তাঁর মতে, "করোনা যেভাবে আমাদের মধ্যে বিভেদের বীজবপন করেছে, তা অভাবনীয়। আর তাই আমাদের উচিত আর্থিকভাবে পিছিয়ে পড়া দেশগুলিকেও টিকাকরণের আওতায় আনা।" গেটসের মতে, "ভ্যাকসিন পাওয়া গেলেও আগামী চার-ছয়মাসে কঠিন পরিস্থিতির আবির্ভাব ঘটবে, তাই আমাদের সতর্ক থাকতে হবে।"

কী পরামর্শ দিচ্ছেন গেটস ফাউন্ডেশনের অধিকর্তা

কী পরামর্শ দিচ্ছেন গেটস ফাউন্ডেশনের অধিকর্তা

অন্যদিকে আশঙ্কার কথা শোনালেও বেশ কিছু সতর্কবার্তাও দেন গেটস। তাঁর কথায় , "মাস্ক পরা বা শারীরিক দূরত্ব বজায় আমাদের মেনে চলতেই হবে। সবকিছু আস্তে আস্তে স্বাভাবিক হলেও বার-রেস্তোরাঁর থেকেও স্কুলগুলি কবে খুলবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যথেষ্ট কঠিন।" বিল গেটসের কথায়, "প্রশাসনিক হাতবদলের ক্ষেত্রে স্বাস্থ্যপরিকাঠামোয় সমস্যা আসাটা স্বাভাবিক। তবে বাইডেন সরকার যেভাবে সবটা সামলেছে, তা প্রশংসনীয়।" তিনি আরও জানান, "ফ্রান্সিস কলিন্স ও টনি ফউসিকে সরকারি পদে আসীন করার যে ভাবনা বাইডেন জানিয়েছেন, তাতে আগামী চার-ছয়মাসে প্রতিরোধ গড়ে তুলতে যথেষ্ট সুবিধা হবে।"

ক্ষমতায় টিকে থাকতে খুন করাচ্ছে পিসি, ভাইপো! রাজ্যের মন্ত্রী মাফিয়া, বিস্ফোরক রাজুক্ষমতায় টিকে থাকতে খুন করাচ্ছে পিসি, ভাইপো! রাজ্যের মন্ত্রী মাফিয়া, বিস্ফোরক রাজু

English summary
In the next six months, the worst of the Corona epidemic is coming, says Bill Gates
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X