For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চাঁদে পা রাখা শেষ মানুষটি আর নেই, প্রয়াত নভশ্চর ইউজিন সার্নান

চাঁদের মাটিতে পা রাখা শেষ মানুষটি আর নেই। প্রয়াত মার্কিন নভশ্চর ইউজিন সার্নান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। এদিন মঙ্গলবার একথা জানানো হয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তরফে।

  • |
Google Oneindia Bengali News

ওয়াশিংটন, ১৭ জানুয়ারি : চাঁদের মাটিতে পা রাখা শেষ মানুষটি আর নেই। মারা গেলেন মার্কিন নভশ্চর ইউজিন সার্নান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। এদিন মঙ্গলবার একথা জানানো হয়েছে নাসার তরফে।

১৯৭২ -এর ডিসেম্বরে তিনি পা রাখেন চাঁদের মাটিতে। অ্যাপোলো সেভেন্টিনের মাহাকাশ যানের কমান্ডার ছিলেন তিনি। সেটিই ছিল পৃথিবীর তরফে চাঁদে পাড়ি দেওয়া শেষ মহাকাশ যাত্রা ।

চাঁদে পা রাখা শেষ মানুষটি আর নেই, প্রয়াত নভশ্চর ইউজিন সার্নান

নাসার তরফে জানানো হয়েছে, শারীরিক অসুস্থতার কারণেই তাঁর এই প্রয়াণ। তাঁর পরিবারের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, কার্নানের মৃত্যুতে গোটা পরিবার গভীরভাবে শোকাহত।

জীবনের শেষ দিন পর্যন্ত তিনি মহাকাশ সম্পর্কীয় যাবতীয় ঘটনাবলী সম্পর্কে সমান খোঁজ রাখতেন। অপার কৌতুহল ছিল 'মহাকাশে প্রাণের সঞ্চার' নিয়েও। আর সবসময়ই চেয়েছেন কার্নানের পরও যেন আরও অনেকেই চাঁদের মাটিতে পা রাখেন। 'চাঁদে পা রাখা শেষ মানুষ' হওয়ার সম্মান শুধু যেন তাঁর জন্যই বরাদ্দ না থাকে।

English summary
Eugene Cernan, Last Man To Walk On Moon, Dies At 82
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X