For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতার গরমে অস্বস্তি বাড়ছে! ওদিকে পূর্ব ইওরোপ ঢাকছে 'কমলা বরফে', কেন এমন রঙ জানেন

বরফ মুড়ে ফেলেছে একটা উপত্যকার বড় অংশ। তবে এই বরফ উজ্জ্বল সাদা রঙের বরফ নয়। কিছুটা কমলা-হলদেটে রঙ রয়েছে এর মধ্যে।

  • |
Google Oneindia Bengali News

বরফ মুড়ে ফেলেছে একটা উপত্যকার বড় অংশ। তবে এই বরফ উজ্জ্বল সাদা রঙের বরফ নয়। কিছুটা কমলা-হলদেটে রঙ রয়েছে এর মধ্যে। ছবি দেখে অনেকেরই মনে হতে পারে, যে এই বরফে চাপা পাহাড়ের ছবি ফটোশপে বা ফটো এডিট অ্যাপ-এর সম্পাদনা করা । কিন্তু না! পূর্ব ইওরোপ এখন চাক্ষুষ দেখছে কমলা বরফ। যা নিয়ে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

কলকাতার গরমে অস্বস্তি বাড়ছে! ওদিকে পূর্ব ইওরোপ ঢাকছে কমলা বরফে, কেন এমন রঙ জানেন

প্রকৃতির রঙের খেলা বহুবার চোখ ধাঁধিয়ে দেয়। কোথাও শুষ্কতার মধ্যের রঙ কোথাও বা শ্যামল প্রকৃতি। কিন্তু কমলা বরফের এই রঙ যেন অনেক বেশি আকর্ষক। রাশিয়া, বুলগেরিয়া, মলডোভা, ইউক্রেনের মতো দেশে এখন কমলা বরফের চাদর বেছানো রয়েছে। অনেকেই এখানের বরফে 'স্কি' করে, ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। আর তাতে মজার ছলে লিখছেন, 'মঙ্গল গ্রহে রয়েছি'!

পরিবেশবিদরা বলছেন, প্রতি ৫ বছর অন্তর এই ছবি দেখে থাকে পূর্ব ইওরোপ। মূলত সাহারা থেকে মরুঝড়ের ফলে বালিকণার সঙ্গে মিশে যাচ্ছে তুষার। আর ধবল তুষার রঙ পেয়ে যাচ্ছে বালিকণার কমলার। ফলে এখানে প্রক্তৃতি অদ্ভূতভাবে মিলিয়ে দিয়েছে মরুর শুষ্কাতার সঙ্গে বরফের সাদাকে।

English summary
Eastern Europe Is Covered With Orange Snow.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X