For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটপর্বে ‘কারচুপির’ অভিযোগ ট্রাম্পের, ‘জালিয়াতি’ ঠেকাতে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি

  • |
Google Oneindia Bengali News

সময় যত গড়াচ্ছে ততই চড়ছে উত্তেজনার পারদ। এদিকে একের পর এক ব্যালট বক্স খুলতেই ট্রাম্পকে অনেকটাই পিছনে ফেলে এগিয়ে চলেছে ডেমোক্র্যাটিক শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এদিকে ভোটে এগিয়ে থাকার পূর্বাভাস পেলে আগেই নিজেকে জয়ী বলে ঘোষণা করার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। যা নিয়ে গত দুদিন ধরেই তোলপাড় মার্কিন রাজ্য-রাজনীতি।

ভোট গণনায় জালিয়াতির অভিযোগে সরব ট্রাম্প

এমতাবস্থায় সম্ভাব্য পরজয়ের অনুমান পেয়েই নতুন ফন্দি এঁটে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইতিমধ্যেই ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ভোট চুরিরও অভিযোগ করতে দেখা গেছে বিদায়ী মার্কিন প্রেসিডেন্টকে। এমনকী সুপ্রিম কোর্টে যাওয়ারও হুঁশিয়ারি দিয়ে ফেলেছেন।

ওয়াকিবহাল মহলের ধারণা, ভোটের ফলাফল যে এবারে রিপাবলিকানদের বিশেষ অনুকূলে যাবে না তা আভাস আগেই পেয়েছিলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট। তাই শেষ মহূর্তের প্রচার পর্ব থেকেই সুর বদলাতে শুকু করেন তিনি। আইনি পথে যাওয়ার হুমকি দিয়েছেন একাধিক সভায়। এমনকী পোস্টাল ব্যালট সম্পর্কেও একাধিক কারচুপির অভিযোগ করতে দেখা যায় ট্রাম্পকে। এই ক্ষেত্রে বড়সড় পদক্ষেপ নিতে আইনজীবীদের পরামর্শ নিচ্ছেন বলেও জানা যায়।

এবার এদিন সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলে হুঁশিয়ারি দিলেন তিনি। তবে ট্রাম্পের তোপের মুখে পড়ে তুপ করে বসে নেই বাইডেন শিবিরও। ভোট গণনায় বাধা দিলে ডেমোক্র্যাটরাও যে চুপ করে বসে থাকবে না তা হারে হারে বুঝিয়ে দিয়েছেন বাইডেনের প্রচার টিমের মুখ্য পরিচালক জেন ও'ম্যালি ডিলন। পাল্টা আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেন তিনিও। এমনকী ট্রাম্পের অনৈতিক বাধা এডিয়ে ভোটগণনা সুষ্ঠ ভাবে এগিয়ে নিয়ে যেতে তাদের ল’ টিম সম্মূখসমরে নামতে প্রস্তুত বলেও জানা তিনি।

English summary
Trump alleges vote rigging, Warning to go to the Supreme Court to prevent fraud
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X