For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লন্ডনে প্রয়াত পাকিস্তানের জনক মহম্মদ আলি জিন্নার বিদ্রোহী কন্যা দিনা ওয়াদিয়া

প্রয়াত হলেন পাকিস্তানের জনক তথা কায়েদ-ই-আজম মহম্মদ আলি জিন্নার কন্যা দিনা ওয়াদিয়া।

  • |
Google Oneindia Bengali News

লন্ডনে প্রয়াত হলেন পাকিস্তানের জনক তথা কায়েদ-ই-আজম মহম্মদ আলি জিন্নার কন্যা দিনা ওয়াদিয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। বৃহস্পতিবার তিনি প্রয়াত হয়েছেন বলে পরিবারের তরফে জানানো হয়েছে।

লন্ডনে প্রয়াত পাকিস্তানের জনক মহম্মদ আলি জিন্নার কন্যা দিনা

১৯১৯ সালের ১৫ অগাস্ট সংযুক্ত ভারতে জন্ম হয় দিনার। তিনি বিয়ে করেছিলেন এক পার্সিকে। নাম নেভিল ওয়াদিয়া। ভারত ভাগ হওয়ার পরও দেশ ছেড়ে পাকিস্তানে যাননি। ভারতেই বসবাস করেছেন।

পরে সপরিবারে লন্ডন চলে যান। আমৃত্যু সেখানেই ছিলেন। তাঁর একমাত্র পুত্র নুসলি ওয়াদিয়া ও মেয়ে ডায়ানা। এছাড়াও রয়েছেন নাতি নেস ও জেহ ওয়াদিয়া।

মহম্মদ আলি জিন্নার দ্বিতীয় স্ত্রী রতনবাঈয়ের একমাত্র কন্যা ছিলেন দিনা। জিন্নার প্রয়াণের সময় তিনি একবারই মাত্র পাকিস্তানে যান ১৯৪৮ সালে। আর কোনওদিন সেদেশে যাননি ভারতীয় নাগরিক হয়েই ছিলেন।

English summary
Dina Wadia, Mohammad Ali Jinnah's only daughter, passes away in London
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X