For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভূমিকম্পের পর ১৯৬টি আফটার শক, ধ্বংসস্তূপ সরাতেই তুরস্ক-গ্রিস বাড়ছে মৃতের সংখ্যা

Google Oneindia Bengali News

তুরস্কে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হল ২৬৷ আহত প্রায় ৮০০ জন৷ জানালেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়ইপ এর্দোয়ান৷ গতকাল তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্কের বিস্তীর্ণ এলাকা৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭৷ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ ভেঙে পড়েছে একাধিক বাড়ি৷ এরপর থেকে প্রায় ১৯৬টি আফটার শক কম্পন অনুভব করা হয়েছে সেই এলাকায়।

বহুতলের ধসের নিচে অনেকের আটকে থাকার আশঙ্কা

বহুতলের ধসের নিচে অনেকের আটকে থাকার আশঙ্কা

শুক্রবার সন্ধ্যায় প্রথমে খবর পাওয়া যায়, মৃতের সংখ্যা ছিল ৬, আহত হয়েছেন ২০০ জনের মতো৷ তুরস্কে বহু বহুতল ভেঙে পড়ে কম্পনে৷ এরপরই ধ্বংসস্তূপ সরাতে শুরু করা হলে বাড়তে থাকে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত বহুতলের ধসের নিচে অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে৷ তুরস্ক সরকারের তরফে জানানো হয়েছে, বাড়তে পারে মৃতের সংখ্যাও৷

সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত তুরস্কের ইজমির প্রদেশ

সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত তুরস্কের ইজমির প্রদেশ

ভূমিকম্পে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত তুরস্কের ইজমির প্রদেশ। গতকাল স্থানীয় সময় সকাল ১১ টা ৫০ মিনিট নাগাদ পশ্চিম তুরস্কের ইজমির প্রদেশে সেফেরিহিসার জেলা থেকে ১৭.২৬ কিলোমিটার দূরে আজিয়ান সাগরের ১৬.৫৪ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি হয়৷ ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার থেকে জানানো হয়, ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৬।

১৯৬টি আফটার শক

১৯৬টি আফটার শক

এরপর থেকে এখনও পর্যন্ত মোট ২৩ বার কেঁপে উঠেছে তুরস্ক, যেগুলির তীব্রতা ছিল রিখটারস্কেলে ৪ এর বেশি৷ ছিল প্রায় ১৯৬টি আফটার শক কম্পন৷ ইজমির প্রদেশে বিপর্যয় মোকাবিলা বাহিনী পাঠানো হয়েছে। অন্যদিকে, গ্রিসের স্যামোস দ্বীপেও গতকাল ভয়াবহ ভূমিকম্প হয়েছে৷ স্যামোস দ্বীপ থেকে ১৩ কিলোমিটার দূরে ভূমিকম্পের উপকেন্দ্র ছিল৷

তুরস্ক প্রেসিডেন্টকে ফোন গ্রিক প্রধানমন্ত্রীর

তুরস্ক প্রেসিডেন্টকে ফোন গ্রিক প্রধানমন্ত্রীর

আমেরিকার জিওলজিক্যাল সার্ভে বলছে, ভূমিকম্পের তীব্রতা ছিল ৭৷ এরপর ভূমিকম্পে কী পদক্ষেপ নেওয়া উচিত কিংবা পরবর্তী কর্মসূচি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়ইপ এর্দোয়ানের সঙ্গে ফোনে কথা বলেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস৷ তুরস্ক প্রেসিডেন্টের একটি লিখিত বিবৃতিতে জানানো হয়েছে, দুই দেশের প্রধান একে অপরকে দ্রুত পরিস্থিতির উন্নতির জন্য শুভকামনা জানিয়েছেন৷

<strong>নির্বাচনে নয়া রেকর্ড বিজেপির! ফলাফল প্রকাশের আগেই বিহারে ইতিহাস সৃষ্টি পদ্ম শিবিরের</strong>নির্বাচনে নয়া রেকর্ড বিজেপির! ফলাফল প্রকাশের আগেই বিহারে ইতিহাস সৃষ্টি পদ্ম শিবিরের

English summary
Death toll rises to 26 in Turkey and Greece due to Earthquake with more than 800 injured
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X