For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাবুলে আত্মঘাতী হামলায় মৃত অন্তত ৩৫, আহত শতাধিক

  • |
Google Oneindia Bengali News

কাবুল, ৮ অগাস্ট : ফের উত্তপ্ত হয়ে উঠল আফগানিস্তান। রাজধানী কাবুলে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত শতাধিক মানুষ। [তিউনিসিয়া হত্যাকাণ্ড : ব্রেক ডান্সার থেকে আইএস জঙ্গি সঈফ]

তালিবান প্রধান মোল্লা ওমরের মৃত্যুর ঘোষণার পর এই প্রথম আফগানিস্তানে এত বড় জঙ্গি হামলা হল। জানা গিয়েছে, কাবুল শহরের মাঝে বৃহস্পতিবার মধ্যরাতে গাড়িবোমা বিস্ফোরণ করা হয়। ঘটনায় ১৫ জন মারা যান, আহত হন ২৪০ জন।

কাবুলে আত্মঘাতী হামলায় মৃত অন্তত ৩৫, আহত শতাধিক


এর ঠিক ২৪ ঘণ্টার মধ্যে শুক্রবার রাতে কাবুলেরই পুলিশ অ্যাকাডেমিতে পুলিশের উর্দি গায়ে চাপিয়ে ঢুকে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় এক জঙ্গি। ঘটনায় ২০ জন আফগান জওয়ান মারা গিয়েছেন।

প্রথম ঘটনার পরে তালিবানরা হামলার দায় স্বীকার না করলেও পরের বিস্ফোরণের পরপরই দায় স্বীকার করে নিয়েছে। আফগান সরকারের স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, আহতের সংখ্যা আরও বাড়তে পারে। কাবুলের পুলিশ প্রধান জানিয়েছেন, বিস্ফোরণের ফলে ধ্বংসস্তুপের নিচে কেউ চাপা পড়ে রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

English summary
Deadly suicide attacks kill 35, wound hundreds in Kabul
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X