For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলাদেশে অচলাবস্থা চলছেই,হাসিনার সঙ্গে কথা ভারতের বিদেশ সচিবের

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

বাংলাদেশ সঙ্কট
ঢাকা, ৪ ডিসেম্বর: বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির জেরে নড়েচড়ে বসল আন্তর্জাতিক মহল। ভারতের বিদেশ সচিব সুজাতা সিং বুধবার এসে পৌঁছেছেন এখানে। শুক্রবার আসছে রাষ্ট্রসঙ্ঘের একটি প্রতিনিধি দল। পাশাপাশি, অচলাবস্থা কাটাতে উদ্যোগী হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রও।

গোটা বাংলাদেশ জুড়ে এখন টালমাটাল পরিস্থিতি। আরও জট পাকিয়েছে আগামী ৫ জানুয়ারির সাধারণ নির্বাচন থেকে জাতীয় পার্টি সরে দাঁড়ানোয়। সিদ্ধান্ত হয়েছে, দরকারে সেনা মোতায়েন করেও নির্বাচন করানো হবে। আওয়ামি লিগের অভিযোগ, বিএনপি (বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি) নানাভাবে নির্বাচন বানচাল করতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একদল স্বার্থান্বেষী লোক ভোট ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে। কিন্তু, তাদের কঠোর হাতে মোকাবিলা করা হবে। বিএনপি-র পাল্টা অভিযোগ, শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার নামে পুলিশ দমনপীড়ন চালাচ্ছে। বিএনপি মুখপাত্র সালাউদ্দিন আহমেদ বলেছেন, আরও বড় আন্দোলন হবে সারা দেশে।

এমন পরিস্থিতিতে ভারতের বিদেশ সচিব সুজাতা সিং যুযুধান সব পক্ষকে নিয়ে আলোচনা চালাতে এসেছেন। প্রধানমন্ত্রী তথা আওয়ামি লিগ নেত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি আলোচনায় বসবেন। পাশাপাশি, কথা হবে বিএনপি নেত্রী খালেদা জিয়া ও জাতীয় পার্টির প্রধান এরশাদের সঙ্গে। এদিন বিকেলে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোজেনা বলেন, ভারতের উদ্যোগ প্রশংসনীয়। তিনিও সব পক্ষকে আলোচনা চালাতে পরামর্শ দেন। আমেরিকা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বলে জানান তিনি।

English summary
Deadlock continues, India's foreign secretary meets Seikh Hasina
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X