For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আগেই সুপ্ত অবস্থায় ছিল, অনুকূল পরিবেশ পেতেই মহামারির রূপ নিয়েছে করোনা ভাইরাস, দাবি গবেষকদের

আগেই সুপ্ত অবস্থায় ছিল, অনুকূল পরিবেশ পেতেই মহামারির রূপ নিয়েছে করোনা ভাইরাস, দাবি গবেষকদের

Google Oneindia Bengali News

বিশ্বে প্রাদুর্ভাবের অনেক আগেই সুপ্ত অবস্থায় থাকতে পারে এই নোভেল করোনা ভাইরাস, এমনটাই দাবি করেছেন হু–এর রাশিয়ার প্রতিনিধি মেলিতা ভুজনোভিক। সম্প্রতি বিশ্বজুড়ে মারণ রোগ করোনা ভাইরাস মহামারির আকার নিয়েছে।

চলছে হু–এর গবেষণা

চলছে হু–এর গবেষণা

ভুজনোভিক সম্প্রতি এক সাক্ষাতকারে বলেছেন, ‘‌হু-এর পক্ষ থেকে এক বিশাল দল গড়া হয়েছে যাঁরা চিনের বৈজ্ঞানিকদের সঙ্গে একত্রে ভাইরাসের উৎস খোঁজার চেষ্টা করছে।'‌ তিনি বলেন, ‘‌এই ভাইরাস প্রাণীর মধ্যে ছিল এবং কোনও একটা সময় তা মানুষের মধ্যে সংক্রমিত হয়। তবে কখন ও কীভাবে তা বলা কঠিন। এটা নিয়ে তদন্ত চলছে। নষ্ট হওয়া জলের মধ্যেও ভাইরাস পাওয়া যায়। কিন্তু এখনই কোনও কিছু নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।'‌ ভুজনোভিক বলেন, ‘‌বিজ্ঞানীরা নমুনা সংগ্রহ করে তা নিয়ে গবেষণা চালাচ্ছে এবং কোনও বিপ্লবী ফলাফল পাওয়া গেলে হু তা তৎক্ষণাত ঘোষণা করবে।'

 সুপ্ত অবস্থায় ছিল করোনার ভাইরস

সুপ্ত অবস্থায় ছিল করোনার ভাইরস

ভুজনোভিকের বিবৃতির সঙ্গে মিল খুঁজে পাওয়া গিয়েছে অক্সফোর্ডের এভিডেন্স-বেসড মেডিসিনের শীর্ষ সহযোগী শিক্ষক ও নিউক্যাসেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টম জেফরসনের বক্তব্যেও। তিনি জানিয়েছেন, করোনা ভাইরাস বিশ্বজুড়েই ছিল এবং তা তখনই ছড়িয়ে পড়ে যখন অনুকূল পরিবেশের সৃষ্টি হয়, যেমন চিনের উহান শহরে গত ডিসেম্বর থেকে এচা শুরু হয়ে এখন বিশ্ব মহামারির রূপ নিয়েছে। তিনি বলেন, ‘‌আমার মনে হয় ভাইরাস এখানেই ছিল, মানে সর্বত্র। আমরা পরিবেশগত অবস্থার দ্বারা সক্রিয় হওয়া একটি সুপ্ত ভাইরাস দেখতে পাচ্ছি।'‌

গত বছরের মার্চ মাসে নোংরা জলে করোনার জীবাণু মেলে

গত বছরের মার্চ মাসে নোংরা জলে করোনার জীবাণু মেলে

স্পেনের জীবাণুবিদ বার্সেলোনার খারাপ জলে এই নোভেল করোনা ভাইরাসের নমুনা খুঁজে পেয়েছে। যা ২০১৯ সালের মার্চ মাসে সংগ্রহ করা হয়েছিল, এই ঠিক ন'‌মাস পর চিনের উহান শহর থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়ে।

নর্দমার জলে করোনার জীবাণু

নর্দমার জলে করোনার জীবাণু

ইতালির জাতীয় স্বাস্থ্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে ২০১৯ সালের ১৮ ডিসেম্বর মিলান ও তুরিন থেকে সংগ্রহ করা নর্দমার জলেও করোনা ভাইরাসের জীবাণু লক্ষ্য করা গিয়েছে।

বিশ্বজুড়ে করোনা সংক্রমণ মাত্রা ছাড়িয়েছে, ফি দিন আক্রান্ত ২ লক্ষাধিকবিশ্বজুড়ে করোনা সংক্রমণ মাত্রা ছাড়িয়েছে, ফি দিন আক্রান্ত ২ লক্ষাধিক

English summary
coronavirus was in a dormant stateand the epidemic took the form of a favorable environment the researchers claimed
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X