For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের থাবা বসাতে পারে করোনা, বাড়ছে উপসর্গহীন আক্রান্তের সংখ্যা, উদ্বেগে উহানের ভারতীয়রা

ফের থাবা বসাতে পারে করোনা, বাড়ছে উপসর্গহীন আক্রান্তের সংখ্যা, উদ্বেগে উহানের ভারতীয়রা

Google Oneindia Bengali News

৭৬ দিন পর স্বাভাবিক হয়েছে করোনা ভাইরাসের আঁতুড়ঘর উহান। দোকান বাজার খুলেছে, অফিস আদালতেও কাজ শুরু হয়েছে। শিশুরা স্কুলে যেতে শুরু করেছে। এরই মধ্যে আবার নতুন করে করোনা আতঙ্ক জেগে উঠেছে উহানে। উপসর্গহীন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে সেখানে। উদ্বেগে প্রহর গুণছেন উহানে বসবাসকারী ভারতীয়রা।

স্বাভাবিক হয়েছে উহান

স্বাভাবিক হয়েছে উহান

দীর্ঘ ৭৬ দিনের লকডাউনের ধাক্কা কাটিয়ে স্বাভাবিক হয়েছে উহান। রাস্তা ঘাটে যান চলাচল শুরু হয়েছে। দোকান বাজার খুলেছে। শিশুরা স্কুলে যেতে শুরু করেছে। গত রবিবারই হাসাপাতাল থেকে মুক্তি পেয়েছেন করোনা আক্রান্ত শেষ রোগীও। কিন্তু তারপরেও সেই পুরনো প্রাণশক্তি ফিরে পাচ্ছে না উহান। কেমন একটা চাপা আতঙ্ক কাজ করছে গোটা শহরে। অথচ িচনের গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে একটা এই উহান। ২০১৮ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রেসিেডন্ট শি জিনপিংয়ের প্রথম বৈঠক হয়েছিল এই উহানেই। শহরে রয়েছে একাধিক গবেষণাকেন্দ্র এবং নামিদামি শিক্ষা প্রতিষ্ঠান। যার কারণে ভারতীয় ছাত্ররা এখানে পড়তে আসেন। উহানে ভারতীয়দের সংখ্যা অন্যান্য শহরের তুলনায় একটু বেশি।

নতুন করে সংক্রমণের আশঙ্কা

নতুন করে সংক্রমণের আশঙ্কা

স্বাভাবিক হওয়ার পথে যাত্রা শুরু করলেও একটা চাপা আতঙ্ক কাজ করছে উহানে। দ্বিতীয় দফায় করোনা থাবা বসাতে পারে এমনই আশঙ্কা করছেন সেখানে বসবাসকারী ভারতীয়রা। কারণ ইতিমধ্যেই চিনের একাধিক জায়গায় উপসর্গহীন করোনা রোগীর সংখ্যা বাড়ছে। তাই এখনও স্বাভাবিক ভাবে রাস্তায় বেরোতে ভয় পাচ্ছেন উহানের বাসিন্দারা। শুধুমাত্র কর্মস্থলে যাওয়া আর অত্যাবশ্যকীয় সামগ্রী কিনতেই বাইরে বেরোচ্ছেন তাঁরা।

উপসর্গহীন রোগীর সংখ্যা বাড়ছে

উপসর্গহীন রোগীর সংখ্যা বাড়ছে

ইতিমধ্যেই চিনের বেশ কয়েকটি জায়গায় উপসর্গহীন রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। ৪০ জন নতুন করে উপসর্গহীন করোনা রোগীর সন্ধান মিলেছে চিনে। হুবেই প্রদেশেই ৫৯৯ জন উপসর্গহীন করোনা রোগীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরিস্থিতি খুব একটা ভাল নয় আঁট করেই জরুরি কালীন পরিস্থিতির জন্য তৈরি হাসপাতালগুলি এখনই বন্ধ না করার সিন্ধান্ত নিয়েছে জিনপিং প্রশাসন।

English summary
Coronavirus second wave may hit Wuhan worried Indian there
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X