For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মসজিদ রূপান্তরিত হল মাস্ক তৈরির কারখানায়, করোনা যুদ্ধের এই ছবি কোথায় দেখা গেল

Google Oneindia Bengali News

করোনার সঙ্গে প্রবল লড়াইয়ে মাস্কের ব্যবহার একটি গুরুত্বপূর্ণ দিক। এদিকে, মাস্কের প্রয়োজনীয়তার কথা ঘোষিত হতেই বাজারে মাস্কের চাহিদা বেড়ে যায়। এদিকে যোগান কম থাকায়, মাস্কের কমতি দেখা যায় বাজার জুড়ে। এমন পরিস্থিতিতে মসজিদের মধ্যেই তৈরি হতে শুরু করল মাস্ক।

মসজিদ রূপান্তরিত হল মাস্ক তৈরির কারখানায়, করোনা যুদ্ধের এই ছবি কোথায় দেখা গেল

যেখানে ধর্মীয় উপাসনা হয়, সেখানেই চলছে মানবসভ্যতাকে বাঁচানোর লড়াই। মসজিদের মধ্যে তৈরি হচ্ছে মাস্ক। ধর্মীয় উপসনাগৃহ এখন একটি মাস্ক তৈরির কারখানা। এমনই এক উদ্যোগ দেখা গিয়েছে ইরানরে তেহরানে। যেখানে বহু মহিলাই ঘর ছেড়ে এসে মসজিদের মধ্যে মাস্ক তৈরিতে আপাতত ব্রতী। ১৫ জন মহিলা সেখানে সেলাইয়ের মেশিন নিয়ে নিরন্তর মাস্ক সেলাই করে যাচ্ছেন।

ইরানের এক বিদ্রোহী গোষ্ঠী বসজি এমন উদ্যোগ নিয়েছে। যে গোষ্ঠীর সদস্যরা ইরান -ইরাক যুদ্ধের সময়ও বহুবার যুদ্ধক্ষেত্রে গিয়েছে।উল্লেখ্য ,কয়েকদিন আগেই ইরানে ব্যাপক আকার নেয় করোনা। সেখানে আপাতত ৬০ হাজার জন আক্রান্ত এই রোগে। মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে।

English summary
Coronavirus issue,Mosque converted into mask factory in virus-hit Iran
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X