For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তান করোনার জেরে মৃত্যুপুরীর দিকে এগোচ্ছে! ইসলামাবাদের প্রবল উদাসীনতায় কী ঘটে গিয়েছে

পাকিস্তানকে সম্পূর্ণ 'কোয়ারেন্টাইন' করা প্রয়োজন! বিশেষজ্ঞের বার্তা হাড়হিম করা কাণ্ডের পর

  • |
Google Oneindia Bengali News

বিশ্বস্বাস্থ্য সংস্থা হু জানিয়ে দিয়েছে চিনের বাইরে ১৭ গুন দ্রুতার সঙ্গে ছড়িয়ে যাচ্ছে করোনা ভাইরাসের সংক্রমণ। এমন পরিস্থিতিতে পাকিস্তান এই ভাইরাস মোকাবিলায় বেশ উদাসীন বলে দাবি সেদেশের চিকিৎসকদের। এপর্যন্ত ৩০০ জনের দেহে সেদেশে করোনা সংক্রমণ মিলেছে। ২ জনের মৃত্যুর ঘটনা সামনে আসছে। এমন পরিস্থিতিতে ইরান থেকে পাকিস্তানে ফেরা তীর্থযাত্রীদের ঘিরে প্রবল সংকটে গোটা দেশ। ভাইরাস ছড়ানোর আশঙ্কায় ত্রস্ত সাধারণ পাকিস্তানিরা।

 লাহোরে মহামারী বড় আকার নিতে পারে!

লাহোরে মহামারী বড় আকার নিতে পারে!

বিশেষজ্ঞরা মনে করছেন লাহোরে এই মহামারী বিশাল আকার নিতে পারে। এর নেপথ্যে রয়েছে ইরান থেকে পাকিস্তানে আসা তীর্থযাত্রীদের বিশাল সংখ্যা ও তাঁদের করোনা স্ক্রিনিং না করার ঘটনা। পাক সরকারের এই উদাসীনতা পাকিস্তানকে ভয়াবহ মৃত্যুপুরীর দিকে ঠেলে দিতে পারে। দাবি বিশেষজ্ঞদের।

কোয়ারেন্টাইনের অভাব পাকিস্তানে

কোয়ারেন্টাইনের অভাব পাকিস্তানে

প্রবলভাবে করোনায় বিধ্বস্ত ইরান। সেদেশ মৃত্যু মিছিল কার্যত থামছেই না। আর সেখান থেকে যে সমস্ত পাকিস্তানিরা বালোচিস্তানের পথে পাকিস্তানে প্রবেশ করেছেন তাঁদের আলাদা করে কোয়ারেন্টাইনে না রেখে ,ছেড়ে দেওয়া হয়। আর তার জেরেই গোটা পাকিস্তান আক্রান্ত হবে বলে আশঙ্কা। কারণ হুহু করে সেদেশে অল্প দিনের মাথায় বাড়ছে আক্রান্তের সংখ্যা। ভারতের থেকে দ্বিগুণ হয়ে গিয়েছে পাকিস্তানের করোনা আক্রান্তের সংখ্যা।

কতজন ইরান থেকে পাকিস্তানে ফিরেছেন!

কতজন ইরান থেকে পাকিস্তানে ফিরেছেন!

ইরান থেকে প্রায় ৫ হাজারেরও বেশি মানুষ ফিরেছেন পাকিস্তানে। উল্লেখ্য, ইরানেই করোনার জেরে মৃত্যু হয়েছে ১ ,১৩৫ জনের। এদিকে,পাকিস্তানে পাকিস্তানের পাঞ্জাবে ৩৩, বালোচিস্তানে ২৩ , খাইবার পাখতুলখোয়ায় ১৯ রাজধানী ইসলামাবাদে ২ জন নিয়ে সারা দেশে ৩০০ জনের মতো আক্রান্তের সংখ্যা উঠে আসছে।

'গোটা দেশ স্তব্ধ করা যাবে না'

'গোটা দেশ স্তব্ধ করা যাবে না'

এদিকে, ইমরান সরকার জানিয়ে দিয়েছে পরিস্থিতি যাইই হোক না কেন, গোটা দেশ তারজন্য স্তব্ধ করে দেওয়া যাবে না। ইমরান স্পষ্চ করেছেন যে , করোনার জেরে যে আসন্ন অর্থনৈতিক দুরবস্থা পাকিস্তানকে গ্রাস করবে তার কথা ভেবেই পাকিস্তানে 'শাট ডাউন' সম্ভব নয়।

 বিশেষজ্ঞদের জোরালো বার্তা

বিশেষজ্ঞদের জোরালো বার্তা

এদিকে বিশেষজ্ঞ চিকিৎসকদের বার্তা ,গোটা পাকিস্তানকে কোয়ারেন্টাইন করা উচিত এখখুনি। কারণ সেদেশের সেনায় ইতিমধ্যেই এই মারণ রোগ ছড়িয়েছে। হুহু করে দেশে ছড়াচ্ছে রোগ। স্বাস্থ্যকর্মী থেকে সেনা জওয়ানরা কাজে যোগ দিতে চাইছেন না। এমন পরিস্থিতিতে রোগ যাতে না ছড়িয়ে পড়ে তার জন্য প্রয়োজন 'কোয়ারেন্টাইন'।

কাঁদতে কাঁদতেই পার্থর সঙ্গে বৈঠক ছাড়লেন বৈশাখী, সম্পর্কের জটিলতা নিয়ে জল্পনাকাঁদতে কাঁদতেই পার্থর সঙ্গে বৈঠক ছাড়লেন বৈশাখী, সম্পর্কের জটিলতা নিয়ে জল্পনা

English summary
- Coronavirus in Pakistan, negligience of islamabad may lead to quarantine entire country
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X