For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মার্কিন কিশোরীর ভিডিও সরিয়ে নিল টিকটক, বিতর্কের ঝড় সোশ্যাল মিডিয়ায়

মার্কিন কিশোরীর ভিডিও সরিয়ে নিল টিকটক, বিতর্কের ঝড় সোশ্যাল মিডিয়ায়

  • |
Google Oneindia Bengali News

চিনা মুসলিমদের নিয়ে বিতর্কিত ভিডিও পোস্টে তোলপাড় সোশ্যাল মিডিয়া। ৪০ সেকেন্ডের একটি টিকটক ভিডিওতে মার্কিন কিশোরী ফিরোজা আজিজ প্রথমে চোখের পলক কুঁচকানো সম্পর্কে একটি টিউটোরিয়াল দেওয়া শুরু করেন। কিন্তু কিছু সময় পরেই চিনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশের আদি বাসিন্দা উইঘুর মুসলমানদের উপর হওয়া অত্যাচারের সমালোচনা করতে দেখা যায় তাকে।

মার্কিন কিশোরীর ভিডিও সরিয়ে নিল টিকটক, বিতর্কের ঝড় সোশ্যাল মিডিয়ায়


ওই ভিডিওটিতে কিশোরিটি বলেন, “ বর্তমানে চিনে মুসলিমদের উপর কি ভাবে নির্বিচারে নির্যাতন করা হচ্ছে তা আপনার ফোনে একবার সার্চ করে দেখুন। দেখুন চিনে কি ভাবে কনসেন্ট্রেশন ক্যাম্পের দিকে ঢেলে দেওয়া হচ্ছে। দেখুন কীভাবে সেখানে নিরীহ মুসলমানদের তাদের পরিবার থেকে আলাদা করে দেওয়া হচ্ছে। দেখুন কীভাবে অপহরণ, হত্যা, ধর্ষণের পাশাপাশি জোরপূর্বক তাদের শুয়োরের মাংস খেতে খেতে বাধ্য করা হচ্ছে। ”

এই ঘটনার পরই তুমুল শোরগোল বেধে যায় সোশ্যাল মিডিয়া জুড়ে। মুহূর্তের মধ্যে একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লক্ষাধিক মানুষ দেখে ফেলেন ভিডিওটি। ভাইরাল হয়ে যায় ভিডিওটি। এরপর তা সরিয়ে নেওয়ার অভিযোগ ওঠে টিকটকের বিরুদ্ধে। কাকতালীয় ভাবে ওই ভিডিও প্ল্যাটফর্ম সম্বলিত টিকটক অ্যাপের প্রতিষ্ঠা কিন্তু চিনেই।

এর আগেও চীনের অপছন্দের জিনিসকে সেন্সর করতে দেখা গেছে টিকটককে। "মানবিক ত্রুটিকে" কারণ হিসাবে দেখিয়ে ফিরোজা আজিজের ভিডিওটি সরিয়ে নেওয়ার কথা অবশেষে স্বীকার করে টিকটক। তীব্র সমালোচনার মুখে পড়ে অবশেষে ১৭ বছরের এই কিশোরীর কাছে ক্ষমাও চায় টিকটক।

English summary
controversy swirls on social media after tiktok removes video of us teenager commenting on chinese muslims
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X