For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিয়ানমারের রাখাইন রাজ্যে আবারো সংঘর্ষ?

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হচ্ছে রাখাইন প্রদেশে নিরাপত্তা বাহিনীর সাথে স্থানীয়দের সংঘর্ষ হয়েছে, তাতে নিরাপত্তা বাহিনীর দুইজন সদস্য আহত হয়েছে।

  • By Bbc Bengali

নাফ নদীর ঐ পাড়ে মিয়ানমার
Farhana Parvin
নাফ নদীর ঐ পাড়ে মিয়ানমার

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হচ্ছে রাখাইন প্রদেশে নিরাপত্তা বাহিনীর সাথে স্থানীয়দের সংঘর্ষ হয়েছে, তাতে নিরাপত্তা বাহিনীর দুইজন সদস্য আহত হয়েছে।

তবে রোহিঙ্গা জনগোষ্ঠীর কত জন আহত বা নিহত হয়েছেন সে খবর পাওয়া যায়নি।

মিয়ানমার সরকার থেকে গত সপ্তাহে বলা হয়েছিল রাখাইন স্টেটের পরিস্থিতি স্থিতিশীল হয়েছে।

এবং রোহিঙ্গা মুসলমানদের উপর চার মাসের নিরাপত্তা অভিযান শেষ হয়েছে।

কিন্তু আবার সংঘর্ষের ঘটনার পর সরকার যে দাবি করেছিল সেটা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

শনিবার রাতের দিকে মিয়ানমার স্টেট কাউনসেলর অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশের সঙ্গে সীমান্তে অস্ত্রধারী একটি গ্রুপের সাথে সৈন্যদের সংঘর্ষ হলে দুইজন সৈন্য আহত হয়।

সংক্ষিপ্ত ঐ বিবৃতিতে বলা হচ্ছে অজ্ঞাত ৩০ জন ছিল অস্ত্রধারী দলে, যারা কালো পোশাক পরে ছিল।

সশস্ত্র ব্যক্তিরা নিরাপত্তা বাহিনীর ওপর হামলা করেছিল। মিয়ানমারের বাহিনী পাল্টা গুলি ছুড়লে তারা পালিয়ে যায়। এর সময়কাল পাঁচ মিনিট বলে দাবি করা হয়েছে।

সেই দলের কতজন আহত বা নিহত হয়েছে সে ব্যাপারে নিরাপত্তা বাহিনী তথ্য সংগ্রহ করছিলো বলে বিবৃতিতে বলা হয়েছে।

গত বছরের ৯ অক্টোবর একটি নিরাপত্তা চৌকিতে চালানো হামলায় পুলিশের ৯ জন সদস্য নিহত হওয়ার পর সন্ত্রাস দমনের নামে নিরাপত্তা অভিযান শুরু করে মিয়ানমার।

জাতিসংঘের দেওয়া তথ্য অনুযায়ী, এরপর থেকে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় ৬৯ হাজার মানুষ মিয়ানমার থেকে প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে গেছে।

এদিকে বাংলাদেশে চারদিনের সফরে এসেছেন জাতিসংঘের প্রতিনিধি ইয়াংঘি লি। তিনি কক্সবাজারে রোহিঙ্গাদের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

English summary
Clash in Myanmar Rakhine, soldiers attacked
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X