For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের প্রশংসায় বিব্রত! কথা হতে পারে দলাই লামার ভবিষ্যত নিয়ে, কিন্তু তিব্বত নিয়ে নয়, বার্তা জিংপিং প্রশাসনের

চিন (China) আধ্যাত্মিক নেতা (Spiritual leader) দলাই লামার (Dalai Lama) ভবিষ্যৎ নিয়ে কথা বলতে রাজি, কিন্তু তিব্বত (Tibet) নিয়ে নয়। এদিন এমনটাই জানিয়েছেন চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ওয়াং এনবিন। অন্যদিকে দলাই লামা বলেছে

  • |
Google Oneindia Bengali News

চিন (China) আধ্যাত্মিক নেতা (Spiritual leader) দলাই লামার (Dalai Lama) ভবিষ্যৎ নিয়ে কথা বলতে রাজি, কিন্তু তিব্বত (Tibet) নিয়ে নয়। এদিন এমনটাই জানিয়েছেন চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ওয়াং এনবিন। অন্যদিকে দলাই লামা বলেছেন, চিনের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার তাঁর কোনও পরিকল্পনা নেই।

ভারতের প্রশংসা

ভারতের প্রশংসা

সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, টোকিওতে টোকিও ফরেন করোসপন্ডেন্টস ক্লাবের এক অনলাইন সাংবাদিক সম্মেলনে দলাই লামা ভারতের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, তিনি শান্তিপূর্ণভাবে ভারতে থাকতেই বেশি পছন্দর করেন। ভারতকে ধর্মীয় সম্প্রীতির কেন্দ্র হিসেবেও বর্ণনা করেছেন তিনি।

প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার পরিকল্পনা নেই

প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার পরিকল্পনা নেই

৮৬ বছর বয়সী তিব্বতের বৌদ্ধদের আধ্যাত্মিক নেতা বলেছেন, চিনের প্রেসিডেন্ট জিংপিং-এর সঙ্গে তাঁর দেখা করার কোনও পরিকল্পনা নেই। তবে মাতৃভূমির পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। তবে তিনি চিনের প্রেসিডেন্টের তৃতীয় পাঁচবছর ক্ষমতায় থাকার পরিকল্পনা নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।
তিনি বলেছেন চিনের কমিউনিস্ট নেতারা বিভিন্ন সংস্কৃতিতে বিশ্বাসী নন। তিনি বলেছেন, বাস্তবে বেশি নিয়ন্ত্রণ মানুষের ক্ষতি করবে। চিনের তিব্বত দখলের পর ১৯৫৯ সালে দলাই লামা ভারতে পালিয়ে আসেন। সেই সময় থেকে তিনি ভারতেই বসবাস করেন।

খোলা মনে কথা বলতে চায় বেজিং

খোলা মনে কথা বলতে চায় বেজিং

দলাই লামার সাম্প্রতিক মন্তব্য নিয়ে প্রশ্নের সঙ্গে তাঁর সম্ভাব্য চিন কিংবা তিব্বত সফর নিয়ে প্রশ্ন করা হলে, চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র বলেছেন বেজিং খোলা মনেই আধ্যাত্মিক নেতার সঙ্গে কথা বলতে চায়। চিন বলেছে, ১৪ তম দলাই লামাকে নিয়ে তাদের অবস্থান পরিষ্কার। আলোচনার জন্য তাদের দরজা খোলা রয়েছে। তবে চিন জোর দিচ্ছি দলাই লামার ভবিষ্যত নিয়ে আলোচনায়। তিব্বত নিয়ে কোনও আলোচনা নয়, জানিয়েছেন চিনের মুখপাত্র। তিনি বলেছেন, দলাই লামার উচিত বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ বন্ধ করা এবং চিনের সরকার ও জনগণের বিশ্বাস অর্জন করা। এছাড়াও চিনের মুখপাত্র নির্বাসিত তিব্বত সরকারের সমালোচনা করেন। বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক শক্তি বলে আক্রমণ করেছেন তিনি। নির্বাসিত তিব্বত সরকার চিনের নির্বাসিত সরকার ও আইনের বিরোধী বলেও দাবি করেছেন তিনি। চিনের মুখপাত্রের দাবি, বিশ্বের কোনও দেশও এদেরকে সমর্থন করে না।

দলাই লামাকে নিয়ে চিনের অবস্থান

দলাই লামাকে নিয়ে চিনের অবস্থান

গত মে মাসের চিনের তরফে বলা হয়েছিল, দলাই লামার কোনও উত্তরসূরীকে চিনের অনুমোদন নিতে হবে। এব্যাপারে ১৪ তন দলাই লামার কোনও মনোনয়নকে মেনে নেওয়া হবে না বলেও জানিয়েছিল চিন। দলাই লামার উত্তরসূরী নির্বাচন নিয়ে গত কয়েকবছর ধরে তৎপরতা দেখা যাচ্ছে। আমেরিকা দাবি করেছে উত্তরসূরী নির্বাচন নিয়ে অধিকার রয়েছে বর্তমান আধ্যাত্মিক নেতার।

ত্রিপুরায় সুরক্ষার দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন, পুরনির্বাচনের মধ্যে বৃহস্পতিবার তৃণমূলের আবেদনের শুনানিত্রিপুরায় সুরক্ষার দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন, পুরনির্বাচনের মধ্যে বৃহস্পতিবার তৃণমূলের আবেদনের শুনানি

English summary
As he praises India, Chinese Govt says, they are open to discuss with spiritual leader Dalai Lama but not on Tibet.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X