For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘ওয়ানস আপ-অন এ ভাইরাস’: করোনা-উৎস বিতর্কে ট্রাম্পকে অ্যানিমেশনে জবাব চিনের

‘ওয়ানস আপ-অন এ ভাইরাস’: করোনা-উৎস বিতর্কে ট্রাম্পকে অ্যানিমেশনে জবাব চিনের

Google Oneindia Bengali News

'ওয়ানস আপ-অন এ ভাইরাস' শীর্ষক একটি সংক্ষিপ্ত অ্যানিমেশন প্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্যঙ্গ করল চিন। মার্কিন প্রেসিডেন্টের অভিযোগের জবাব দিতে চিন অ্যানিমেশন প্রকাশ করে। করোনাভাইরাসের আবহে দুই দেশের পরিসংখ্যান বোঝাতে 'লেগো' ব্যবহার করা হয়েছে বলে পাল্টা অভিযোগ জানায় মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে বজায় রইল করোনা নিয়ে চিন-মার্কিন দ্বৈরথ।

‘ওয়ানস আপ-অন এ ভাইরাস’: করোনা-উৎস বিতর্কে ট্রাম্পকে অ্যানিমেশনে জবাব চিনের

ওয়াশিংটন এবং বেজিং করোনা ভাইরাসের সংক্রমণ বা কোভিড রোগের উৎস নিয়ে কথার যুদ্ধে লেগেছিল প্রথম থেকে। তা আজও অব্যাহত। চিনের উহান শহর থেকে যে করোনা ভাইরাস উদ্ভূত হয়েছিল, তা এখন বিশ্বব্যাপী মহামারীর আকার ধারণ নিয়েছে। তাতে এখন পর্যন্ত সবথেকে ক্ষতি হয়েছে আমেরিকার।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছিলেন, তিনি মনে করেন করোনা ভাইরাস কোনও চিনা ভাইরোলজি ল্যাব থেকে উদ্ভূত হয়েছে। তবে তিনি তার কোনও প্রমাণ দেননি বা কোনও প্রমাণ বর্ণনা করতেও রাজি হননি। তার জবাবেই চিনের সরকারি সংবাদ সংস্থা অনলাইনে একটি অ্যানিমেশন পোস্ট করেন।

সেই অ্যানিমেশনে লাল পর্দা সরিয়ে একটি মঞ্চ প্রকাশ করা হয়। সেই মঞ্চে লেগো-র মতো ব্যক্তির মুখোশ পরা টেরাকোটা যোদ্ধা দেখা যায়। সেখানে স্ট্যাচু অফ লিবার্টির আকারে প্রকাশিত হয়েছে এই অ্যানিমেশন চিত্র। সেখানে এক যোদ্ধা বলেছেন, "আমরা একটি নতুন ভাইরাস আবিষ্কার করেছি।" স্ট্যাচু অফ লিবার্টি জবাব দেয়, "তাতে কি? এটি কেবল একটি ফ্লু।"

করোনা ভাইরাস যখন বিশ্বে মহামারী রূপ নিয়েছে, তখন এ ধরনের অ্যানিমেশন করে চিন বিশ্বকে বিভ্রান্ত করছে। আমেরিকা যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশ চিনকে এই প্রাদুর্ভাবের তীব্রতা

English summary
China mocks USA over coronavirus response in Lego-like animation ‘Once Upon a Virus’
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X