For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্রিকস সম্প্রসারণের পরিকল্পনা বাতিল করতে হল চিনকে, নেপথ্যে কি মোদী

ব্রিকসের সম্প্রসারণের পরিকল্পনা বাতিল করল চিন। মূলত ভারত সহ বাকি ৪টি রাষ্ট্রের বিরোধিতার জেরেই এই পরিকল্পনা একপ্রকার বাতিল করতে বাধ্য হল বেজিং।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

ব্রিকসের সম্প্রসারণের পরিকল্পনা বাতিল করল চিন। মূলত ভারত সহ বাকি ৪টি রাষ্ট্রের বিরোধিতার জেরেই এই পরিকল্পনা একপ্রকার বাতিল করতে বাধ্য হল বেজিং। বাইরের দেশকে সামিল করলে ব্রিকসের মূল উদ্দেশ্য থেকে বিচ্যূতি ঘটবে বলেই মত বাকি চার সদস্যের। ব্রিকস প্লাস পরিকল্পনা নিয়ে অন্যান্য রাষ্ট্রগুলিকে বোঝানো সম্ভব হয়নি বলে বেজিংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

ব্রিকস সম্প্রসারণের পরিকল্পনা বাতিল করতে হল চিনকে, নেপথ্যে কি মোদী

৩ ও ৪ সেপ্টেম্বর চিনের ঝিয়ামেন প্রদেশে ব্রিকস সম্মলনের আসর বসতে চলেছে। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। কিন্তু চিনের আনা ব্রিকস প্লাস প্ল্যান নিয়ে কোনওদিনই সহমত ছিলেন না মোদী। বুধবার চিনের বিদেশমন্ত্রী ওয়াং হি জানান, ব্রিকস প্লাস পরিকল্পনা নিয়ে আরও বোঝানোর প্রয়োজন রয়েছে। ব্রিকস প্লাস কী এবং এর উদ্দেশ্য কী তাও মানুষকে বোঝাতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। অবশ্য অন্যান্য রাষ্ট্রকে ব্রিকস সম্মলনে আমন্ত্রণ জানানোর সাফাইও দিয়েছেন ওয়াং চিন।

তিনি বলেছেন, চিন ব্রিকসের বাইরের ৫টি রাষ্ট্রকে আমন্ত্রণ জানিয়েছে। কিন্তু সেক্ষেত্রেও সদস্য রাষ্ট্রগুলিই অগ্রাধিকার পাবে। ভারতও গত বছর গোয়ায় বেশ কয়েকটি প্রতিবেশী রাষ্ট্রকে আমন্ত্রণ জানিয়েছিল বলে মন্তব্য করেছেন ওয়াং।

ব্রিকস সম্প্রসারণের পরিকল্পনা বাতিল করতে হল চিনকে, নেপথ্যে কি মোদী

অনেকদিন ধরেই ব্রিকসের সম্প্রসারণের চেষ্টা চালিয়ে যাচ্ছে চিন। ৪টি রাষ্ট্রকে শুরু হলেও পরবর্তীকালে চিনই দক্ষিণ আফ্রিকাকে সামিল করে। সমালোচকদের মতে, বাইরের রাষ্ট্রগুলিকে ব্রিকসে অন্তর্ভুক্ত করে আখেরে নিজেদের প্রভাবই খাটাতে চান চিন।

English summary
China dumps BRICS plus plan after resistance from other BRICS members including India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X