For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাশিয়া ইউক্রেন সঙ্কট: আক্রমণ না হলে ল্যাভরভের সঙ্গে বৈঠক করবেন অ্যান্টনি ব্লিঙ্কেন

  • |
Google Oneindia Bengali News

বিশ্ববাসী ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সঙ্কট নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। আর এটি ক্রমশ জটিল পর্যায়ে পৌঁছাচ্ছে। ইউক্রেন ও রাশিয়া সংঘাতের মধ্যে সমস্যা সমাধানের জন্য মিনস্ক চুক্তির প্রয়োজন বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্র সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন। এই ঘটনা নিয়ে বিশ্বজুড়ে উত্তেজনা বাড়ছে। জানা গিয়েছে, ইউক্রেন সীমান্তে রাশিয়ানদের দ্বারা কোনও উত্তেজনা না ছড়ালে আগামী সপ্তাহে মস্কোর সঙ্গে আলোচনার করতে প্রস্তুত তাঁরা।

রাশিয়া ইউক্রেন সংঘাত নিয়ে চুক্তির দরকার

একটি সাংবাদিক সম্মেলনে বলেন, ইউক্রেনে আগ্রাসন না হলে আগামী সপ্তাহে ব্লিঙ্কেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের বৈঠক করবেন বলে জানিয়েছেন।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস জানান, আগামী সপ্তাহে যদি রাশিয়ানরা ইউক্রেন সীমান্তে কোন উত্তেজনা না ছড়ায় বা আগামী দিনগুলিতে কোনও আক্রমণাত্মক কাজ না করে তাহলে বিষয়টি স্পষ্ট হবে কূটনীতির ব্যাপারে ওরা খুব একটা সিরিয়াস ছিল না।

ব্লিঙ্কেন বলেন, তিনি আশা করেন সেনা, ট্যাংক, ব্যারাক ফেরত পাঠাচ্ছে রাশিয়া। কূটনীতিক আলোচনার মাধ্যমে তাঁরা এই সঙ্কটের সমাধান করতে চাইবে।

ঘটনায় জাতিসংঘে প্রতিনিধি টিএস তিরুমূর্তির জানান, রাশিয়া ও ইউক্রেনের সমস্যা সমাধানের জন্য মিনস্ক চুক্তি বাস্তবায়নের প্রয়োজন বলে তিনি জানান। সেই সঙ্গে তিনি এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন। মিনস্ক চুক্তি বাস্তবায়নের দিকে কাজ চালিয়ে যাওয়ার জন্য আহ্বান জানাই। সেই সঙ্গে বলেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার যাতে কোন ভাবে ক্ষতি না হয় সেদিকে বিশেষ ভাবে নজর দেওয়া সব পক্ষেরই দরকার। শান্ত ও গঠনমূলক কূটনীতি ও সময়ের প্রয়োজন।

তিনি দাবি করে জানান, দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য উত্তেজনামূলক কাজ এড়িয়ে চলাই ভালো। কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই সঙ্কটের সমাধান করা উচিত। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে হবে। আর তার জন্যই দ্রুত এই সমস্যার সমাধান করা উচিত।

English summary
Anthony Blinken will meet with Lavrov if there is no attack on Ukraine
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X