For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্ণাটকের 'হিজাব ইস্যু' নিয়ে ভারতের গণতন্ত্রকে তোপ, কী উদ্দেশ্য আল কায়েদা প্রধানের

  • |
Google Oneindia Bengali News

কয়েক সপ্তাহ আগে কর্নাটকে মুসলিম ছাত্রীদের হিজাব পরে শিক্ষাঙ্গনে প্রবেশ নিয়ে দেশজুড়ে তোলপাড় হয়েছে। সংখ্যালঘু ছাত্রীদের হিজাব পরে স্কুল-কলেজে আসার পাল্টা হিন্দু ছাত্রছাত্রীদের গেরুয়া স্কার্ফ পরে স্কুল কলেজ আসতে দেখা গিয়েছিল। বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল রাজ্যজুড়ে। এবার এই ঘটনাকে কেন্দ্র করেই ভারতের গণতন্ত্রকে নিশানা করল আল কায়দা প্রধান।

কী উদ্দেশ্য আল কায়েদা প্রধানের

কর্নাটকের হিজাব বিতর্কের প্রসঙ্গ তুলে আল কায়দা প্রধান আয়মান আল যাওয়াহিরি বলে, 'পেগান হিন্দু গণতন্ত্রের দ্বারা বিভ্রান্ত হওয়া থামাতে হবে আমাদের৷' বিশ্বের অন্যতম সন্ত্রাসবাদী সংগঠন আল কায়দা সম্প্রতি ৮ মিনিট ৪৩ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা গিয়েছে সংগঠনের প্রধান আল যাওয়াহিরি ভারতের গণতন্ত্রকে নিশানা করে বক্তব্য রেখেছেন৷ আরবি ভাষার ওই ভিডিও ক্লিপটিতে কর্নাটকের কলেজ ছাত্রী মুসকান খানের প্রশংসাও করতে দেখা গিয়েছে আল-কায়দা প্রধানকে। তবে শুধু প্রশংসা করেই ক্ষান্ত হয়নি আল যাওয়াহিরি। মুসকানকে নিয়ে আস্ত একটি কবিতাও শুনিয়েছে। গেরুয়া উত্তরীয় পরিহিত ছাত্রছাত্রীদের সামনে 'আল্লা হু আকবর' স্লোগান দেওয়া মুসকানকে 'মুজাহিদ বোন' বলেও অভিহিত করেছে সে। তার কথায়, ' হিন্দু ভারতবর্ষ এবং তার পেগান গণতন্ত্রের সত্যটা তুলে ধরার জন্য আল্লাহ মুসকানকে পুরস্কৃত করুন।'

প্রসঙ্গত, ২০২০ সালে খবর রটেছিল আল কায়দা প্রধান আল যাওয়াহিরি মারা গিয়েছে। তবে এই নতুন ভিডিওর সত্যতা যাচাই করেছে আমেরিকান গোয়েন্দা সংস্থা। কাজেই এবার সেই পুরনো খবর যে একেবারেই ভুয়ো, তা প্রমাণিত হল।ভিডিওটিতে নতুন করে লড়াইয়ের ডাক দিয়েছে সন্ত্রাসবাদী সংগঠনটির নেতা। ভিডিওটিতে জাওয়াহিরি বলেছে, 'ভারতের গণতন্ত্রে বিভ্রান্ত হলে চলবে না। এর মাধ্যমে গোড়া থেকেই মুসলিমদের দমিয়ে রাখা হয়েছে। ফ্রান্স, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ডেও একইভাবে মুসলিমদের দমিয়ে রাখা হচ্ছে। সেখানে সংশ্লিষ্ট সরকারগুলি হিজাব নিষিদ্ধ করে প্রকাশ্যে নগ্নতাকে অনুমোদন দিচ্ছে। ইসলামের শত্রুরা সব একই ধরনের৷ যারা হিজাবকে নিষিদ্ধ বলে ঘোষণা করে এবং শরিয়া আইন অমান্য করে।'

English summary
Al-Qaeda chief target India's democracy over Karnataka's 'hijab issue'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X