For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের ভয়ঙ্কর তুষারধস, হিমালয়ের বেসক্যাম্প থেকে পর্বতারোহীদের পালানোর দৃশ্য ভাইরাল

ফের ভয়ঙ্কর তুষারধস, হিমালয়ের বেসক্যাম্প থেকে পর্বতারোহীদের পালানোর দৃশ্য ভাইরাল

Google Oneindia Bengali News

ফের ভয়ঙ্কর তুষারধসের কবলে পড়ল নেপাল। নেপালে হিমালয়ের মানসলু বেসক্যাম্পে আঘাত হানল বিশাল তুষারধস। এক সপ্তাহআগেই নেপালে তুষারধসে এক ভারতীয়-সহ দুজনের মৃত্যু হয়েছিল। আবারও তুষার ধস হানা দিল হিমালয়ের বেসক্যাম্পে। এই বেসক্যাম্প পুরো ধ্বংস হয়ে গিয়েছে। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

মাউন্ট মানাসলুর ক্যাম্প ফোরের ঠিক নীচে তুষারধস

মাউন্ট মানাসলুর ক্যাম্প ফোরের ঠিক নীচে তুষারধস

নেপাল সরকার এ বছর মানসলুর বেসক্যাম্প থেকে পর্বতারোহনের জন্য ৪০০টিরও বেশি পারমিট দিয়েছে। তারপরই ২৬ সেপ্টেম্বর ভয়ঙ্কর তুষারধসের কবলে পড়েন পর্বতারোহীরা। ২ জন নিহত হন ১১ জন আহত হন গুরুতর। মাউন্ট মানাসলুর ক্যাম্প ফোরের ঠিক নীচে তুষারধ হয়েছিল। তারপর উদ্ধারকার্য শুরু হয়। হেলিকপ্টার সার্ভিসে তল্লাশি চালানো হচ্ছিল। তারই মধ্যে ফের হানা দিল তুষারধস।

তুষারধসের কবলে বেশ কয়েকজন পর্বতারোহী

তুষারধসের কবলে বেশ কয়েকজন পর্বতারোহী

মাউন্ট মানাসলু হল বিশ্বের অষ্টম সর্বোচ্চ পর্বত। এর শৃঙ্গকে বিশ্বে সবথেকে বিপজ্জনক হিসেবে পঞ্চম স্থানে রাখা হয়। এই পর্বত শৃঙ্গে গিয়ে ২৯৭ জনের মধ্যে ৫৩ জন পর্বাতারোহী জীবন চলে গিয়েছে। সেই সেখানেই এবার তুষার ধস নামল। আবার সেই একই জায়গায় তুষারধসের কবলে বেশ কয়েকজন পর্বতারোহী।

তুষার ধস এগিয়ে আসছে দেখে পলায়ন

তুষার ধস এগিয়ে আসছে দেখে পলায়ন

এদিন চোখের নিমেষে তাদের বেসক্যাম্প ধ্বংস হয়ে যায়। পর্বতারোহীরা এই তুষার ধস এগিয়ে আসছে দেখে পালাতে শুরু করে। এই পরিস্থিতিতে তাঁরা কোনওরকমে প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছে। ঠিক এক সপ্তাহ আগে ভয়ঙ্কর তুষারধসে মৃত্যু হয়েছিল এক ভারতীয় পর্বতারোহী-সহ দুজনের। এদিনের ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না তা জানা যায়নি।

মানাসলুরের বেসক্যাম্প থেকে যখন আরও উঁচুতে যাওয়ার অপেক্ষা

মানাসলুরের বেসক্যাম্প থেকে যখন আরও উঁচুতে যাওয়ার অপেক্ষা

এদিন তুষারধসের ছবি ধরা পড়েছে এক শেরপার ক্যামেরায়। বলা যায় প্রকৃতির তাণ্ডবের এক খণ্ডচিত্র ধরা পড়েছে তাঁর ক্যামেরায়। যেভাবে নেপালের মাউন্ট মানাসলুর বেসক্যাম্প উড়িয়ে দিল ওই তুষার ধস, তারপর তাকে তাণ্ডব ছাড়া আর কী বলা যায়। মানাসলুরের বেসক্যাম্প থেকে যখন আরও উঁচুতে যাওয়ার তোড়জোড় শুরু করেছিলেন পর্বাতারোহীরা, তখনই ঘটে গেল এই বিপত্তি।

তুষারধসের মুখে পর্বতারোহীদের দৌড়ে পালানোর ভিডিও ভাইরাল

বারবার একইভাবে তুষারধসের কবলে পড়তে হচ্ছে মানাসলু অভিযানে। এক সপ্তাহের মধ্যে দুবার বিপর্যয় ঘটল। এদিন তুষারধসের সামনে পড়ে পর্বতারোহীদের দৌড়ে পালানোর ভিডিও ভাইরাল হয়েছে মুহূর্তে। তারপরই শুরু হয়ে গিয়েছে উদ্ধারকার্য। আকাশে চক্কর কাটছে হেলিকপ্টার। এই ঘটনায় কেউ বিপদসঙ্কুল অবস্থায় আছে কি না, কেউ হতাহত হয়েছেন কি না, তা ড্রোন ক্যামেরায় তল্লাশি চালানো হচ্ছে। পর্বতারোহীরা কী অবস্থায় রয়েছে তা জানার পাশাপাশি তাঁদের উদ্ধারের চেষ্টাও চালানো হচ্ছে।

রাহুলের কেমন ব্যাটিং পছন্দ ওয়াটসনের? হার্দিক-বিরাটের প্রশংসার ফাঁকে সিরাজকেও দরাজ সার্টিফিকেটরাহুলের কেমন ব্যাটিং পছন্দ ওয়াটসনের? হার্দিক-বিরাটের প্রশংসার ফাঁকে সিরাজকেও দরাজ সার্টিফিকেট

English summary
Again a huge avalanche hits Nepal’s Manaslu base camp and mountaineers rush to save video is viral
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X