For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার লিম্পিয়াধুরা, লিপুলেখ, কালাপানির আবহাওয়ার খবর নেপালি রেডিও স্টেশনে

এবার লিম্পিয়াধুরা, লিপুলেখ, কালাপানির আবহাওয়ার খবর নেপালি রেডিও স্টেশনে

  • |
Google Oneindia Bengali News

ইন্দো-নেপাল বিতর্কে আবারও নতুন মোড়। ভারতীয় ভূখণ্ডকে নিজেদের বলে দাবি করার পর এবার তিন এলাকার আবহাওয়ার খবর নেপালি রেডিও স্টেশনে। সূত্রের খবর, বর্তমানে লিম্পিয়াধুরা, লিপুলেখ, কালাপানির আবহাওয়ার খবর দিতে শুরু করেছে নেপালের বেশ কিছু রেডিও স্টেশন। কয়েকদিন আগে এই সমস্ত ভারতীয় ভূখণ্ড গুলিকে নিজেদের বলে দাবি করে নতুন মানচিত্র প্রকাশ করে নেপাল।

এবার লিম্পিয়াধুরা, লিপুলেখ, কালাপানির আবহাওয়ার খবর নেপালি রেডিও স্টেশনে

বর্তমানে উত্তরাখণ্ডের পিঠোরাগড়ে ভারত-নেপাল সীমান্তের নিকটবর্তী কয়েকটি নেপালি এফএম রেডিও স্টেশনগুলি এই তিনটি অঞ্চলের আবহাওয়ার বুলেটিন দেওয়া শুরু করেছে। সূত্রের খবর, এই এফএম রেডিও স্টেশনগুলি নেপালের ধরচুলা জেলায় অবস্থিত। বেতার তরঙ্গের প্রবহমানতার কারণে বর্তমানে উত্তরাখণ্ডের পিঠোরাগড়ের সন্নিহিত ধরচুলা, বালুয়াকোট, জৌলজিবি এবং কালিকার মতো সীমান্তবর্তী অঞ্চল গুলি থেকে এই নেপালি রেডিও স্টেশন গুলি শোনা যায় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

ধরচুলার রুং সম্প্রদায়ের বিশিষ্ট নেতা কৃষ্ণা গড়িয়াল এই প্রসঙ্গে বলেন, নেপালি এফএম স্টেশনগুলি কালাপানি, লিপুলেখ এবং লিম্পিয়াধুরাকে তাদের নিজস্ব এলাকা বলে বিবেচনা করে আবহাওয়ার খবর দিতে শুরু করেছে। তার কথায় ভারত ঠিক যেভাবে পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট বালতিস্তানে সম্প্রতি আবহাওয়ার খবর দিতে শুরু করেছে, নেপালও ঠিক একই পন্থা নিয়েছে। এদিকে কয়েকদিন আগেই 'ভারতীয় ভূখণ্ড’ নিয়ে নতুন মানচিত্রের অনুমোদন দিয়েছে নেপালের পার্লামেন্টের উচ্চকক্ষ। নেপালে সমস্ত রাজনৈতিক দলের সর্বসম্মতিক্রমে ৫৭-০ ভোটে পাস নতুন বিল। একইসাথে ভারতীয় ভূখণ্ডকে নেপালের মানচিত্রে যুক্ত করার জন্য এই সংবিধান সংশোধনী বিলের বিরুদ্ধে একটি ভোটও পড়েনি বলে জানা যায়।

টাকার প্রয়োজনে সহায় তিনি! 'গোষ্ঠীদ্বন্দ্ব' বন্ধ করতে হুঁশিয়ারি অনুব্রতরটাকার প্রয়োজনে সহায় তিনি! 'গোষ্ঠীদ্বন্দ্ব' বন্ধ করতে হুঁশিয়ারি অনুব্রতর

English summary
This time Limpiyadhura, Lipulekh, Kalapani weather news on Nepali radio station
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X