For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মালিতে হামলায় ‘১০০ জন’ নিহত

সেন্ট্রাল মালির একটি গ্রামে যেখানে ডোগন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ বসবাস করে সেখানে এক হামলায় একশ জনের মত নিহত হয়েছে।

  • By Bbc Bengali

ডোগন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ বসবাস করে এমন একটি গ্রাম
Getty Images
ডোগন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ বসবাস করে এমন একটি গ্রাম

সেন্ট্রাল মালির একটি গ্রামে যেখানে ডোগন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ বসবাস করে সেখানে এক হামলায় একশ জনের মত নিহত হয়েছে।

কর্তৃপক্ষ বলছে সোবামে দা এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে।

তারা বলছে ৯৫ জনের মরদেহ পাওয়া গেছে। যাদের অনেক শরীর পোড়া ছিল।

এখনো মৃতদের খোঁজে কাজ চলছে। মালিতে সম্প্রতি বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে।

এর কিছু হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংক্রান্ত আবার কিছু হয়েছে জিহাদি গ্রুপের দ্বারা।

ডোগন শিকারি এবং সেমি নোমাডিক ফুলানি হার্ডার মধ্যে সংঘর্ষ সেখানে নৈমিত্তিক ঘটনা।

মালির সরকার বলছে সন্দেহভাজন সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে এবং এখনো ১৯ জন নিখোঁজ আছে।

আমাদো টোগো নামের এক ব্যক্তি যিনি প্রাণে বেঁচে গেছেন তিনি সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন "৫০ জনের মত ভারী অস্ত্রসহ ব্যক্তিরা মোটরবাইক এবং পিকআপে করে আসে। তারা প্রথমে পুরো গ্রামটি ঘিরে ফেলে পরে হামলা করে। এবং যে পালানোর চেষ্টা করে তাকেই তারা হত্যা করে"।

এই ব্যক্তি আরো বলেছেন " কেউ রক্ষা পায়নি। নারী, শিশু, বৃদ্ধ-কেউ না"।

এদিকে কোন গ্রুপ এখনো পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি।

English summary
About 100 died in Mali in a attack
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X