For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিমান হাইজ্যাকের ছক কষে ককপিট থেকে ফোন, পাইলটের তৎপরতায় জালে বন্দুকবাজ

বাংলাদেশে ঢাকা থেকে দুবাইগামী বিমান হাইজ্যাকের ঘটনায় সন্দেহভাজনকে গ্রেফতার করলেন নিরাপত্তারক্ষীরা।

Google Oneindia Bengali News

বাংলাদেশে ঢাকা থেকে দুবাইগামী বিমান হাইজ্যাকের ঘটনায় সন্দেহভাজনকে গ্রেফতার করলেন নিরাপত্তারক্ষীরা। প্লেন হাইজ্যাকের হুমকি ফোন আসার পরই জরুরি ভিত্তিতে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে বিমান। তারপরই যাত্রীদের নিরাপদে নামিয়ে সন্দেহভাজনকে বিমানের মধ্যে ঘিরে ফেলা হয়। ঘণ্টা খানেকের চেষ্টায় সন্দেহভাজনকে গ্রেফতার করতে সম্ভভবপর হন নিরাপত্তাকর্মীরা।

বিমান হাইজ্যাকের প্ল্যান করে ককপিট থেকে ফোন

বাংলাদেশ সূত্রে জানানো হয়েছে, কোনও যাত্রী হতাহত হননি। পাইলট ও দুই স্ক্রুকেও নিরাপদে বের করে আনা গিয়েছে। তবে ককপিটে ঢুকে বিমান অপহরণের হুমকি দেওয়ার পর চট্টগ্রাম বিমানবন্দরের কড়া নিরাপত্তা ভেদ করে পালাতে পারেনি সন্দেহভাজন। শেষপর্যন্ত নিরাপত্তারক্ষীদের হাতে তাঁকে ধরা পড়তে হয়েছে।

এদিন ঢাকা বিমানবন্দর থেকে উড়ানের পরই ককপিটে ঢুকে বন্দুকবাজ হুমকি দেয় বিমান হাইজ্যাকের। তারপরই জরুরি ভিত্তিতে চট্টগ্রাম শাহ আমানত ইন্টারন্যাশনাল বিমানবন্দরে অবতরণ করানো হয় বিজি-১৪৭ বিমানটিকে। বন্দুকবাজ বিমানের ভিতরেই রয়েছে। পাইলট ও স্ক্রুও বিমানের ভিতরে আটকে রয়েছেন। বিমানটি থেকে গুলির শব্দও শোনা যায়। নিরাপত্তারক্ষীরা ঘিরে রেখেছে বিমানটিকে।

English summary
A suspect has been arrested in connection of Plane hijack in Bangladesh. The plane does emergency landing in Chattagram airport and then security arrest suspect.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X