For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মানবপাচার: যুক্তরাষ্ট্রের টেক্সাসে পাচারের একটি রুটে পরিত্যক্ত ট্রাকে ৪৬ মৃতদেহ

মানবপাচার: যুক্তরাষ্ট্রের টেক্সাসে পাচারের একটি রুটে পরিত্যক্ত ট্রাকে ৪৬ মৃতদেহ

  • By Bbc Bengali

পরিত্যক্ত এই ট্রাকের ভেতর ছিল ৪৬ মৃতদেহ
Getty Images
পরিত্যক্ত এই ট্রাকের ভেতর ছিল ৪৬ মৃতদেহ

টেক্সাসের সান অ্যান্টোনিও শহরের প্রান্তে ফেলে যাওয়া একটি ট্রাক থেকে কমপক্ষে ৪৬টি মৃতদেহ পাওয়া গেছে। বাকি ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

একজন দমকল কর্মী জানিয়েছেন চারটি শিশুসহ যে ১৬ জন ঐ ট্রাকে জীবিত ছিল তারা তীব্র গরমে চরম অসুস্থ হয়ে পড়েছিল।

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত থেকে সান অ্যান্টোনিও'র দূরত্ব ২৫০ কিলোমিটারের মত। শহরটি মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে মানব পাচারের প্রধান একটি রুটের অংশ।

মেক্সিকো সীমান্ত গলে যেসব অবৈধ অভিবাসী আমেরিকাতে ঢোকে পাচারকারীরা তাদেরকে সীমান্তের কাছাকাছি প্রত্যন্ত কোনো এলাকা থেকে ট্রাকে তুলে দূরের বিভিন্ন শহরে নিয়ে ছেড়ে দেয়।

"এসব লোকজনের পরিবার রয়েছে... একটু সচ্ছল জীবনের জন্য চেষ্টা করছিল তারা," বলেন সান অ্যান্টোনিও শহরের মেয়র রন নিরেনবার্গ।

তিনি বলেন, "এটি ভয়াবহ একটি বিপর্যয় ছাড়া কিছু নয়, একটি মানবিক ট্রাজেডি।"

সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে সান অ্যান্টোনিওর একটি শহরতলীতে একটি মৃতদেহ দেখতে পাওয়ার খবর পেয়ে হাজির হন জরুরি সেবা বিভাগের লোকজন, জানিয়েছেন শহরের দমকল বাহিনীর প্রধান চার্লস হুড।

"যদিও কোনো ট্রাকের দরজা খুলে দেখার কথা ছিল না আমাদের, কিন্তু আমাদের কল্পনাতেও ছিল না তার ভেতর সারি দেওয়া মৃতদেহ পড়ে রয়েছে।"

তিনি জানান, ট্রাকের চালক যখন সেটি ফেলে চলে যায়, সেটিতে কোনো শীতাতপ ব্যবস্থা চালু ছিল না। এমনকী ভেতরে কোনো খাবার পানিও ছিল না।।

গ্রীষ্মকালে সান অ্যান্টোনিওতে প্রচণ্ড গরম পড়ে। সোমবার শহরের তাপমাত্রা ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াসে উঠে গিয়েছিল। ধারণা করা হচ্ছে তীব্র গরমে এবং পানিশূন্যতায় তাদের মৃত্যু হয়েছে।

মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো এবরার্ড জানান যাদেরকে হাসপাতালে নেয়া হয়েছে তাদের দুজন গুয়াতেমালার নাগরিক।

বাকিরা কোনো দেশ থেকে আসছিলেন তা এখনও জানা যায়নি।

English summary
46 dead body recover from truck in Texus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X