For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৮টি জনসভাতেই আক্রান্ত ৩০ হাজার, মৃত ৭০০-র বেশি! নির্বাচনের মুখে বেকায়দায় ট্রাম্প

১৮টি জনসভাতেই আক্রান্ত ৩০ হাজার, মৃত ৭০০-র বেশি! নির্বাচনের মুখে বেকায়দায় ট্রাম্প

  • |
Google Oneindia Bengali News

করোনা প্রাদুর্ভাবের বাড়বাড়ন্তের মাঝেই চলতি সপ্তাহেই শুরু হতে চলেছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এদিকে করোনাকে তোয়াক্কা না করেই গত মাস থেকেই শেষ মহূর্তের প্রচারে ঝাঁপাতে দেখা গেছে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। গোটা মার্কিন মুলুক জুড়েই একের পর এক নির্বাচনী জনসভাও সংঘটিত করতে দেখা গেছে রিপাবলিকান শিবিরকে। আর যার জেরেই নতুন করে উুঁকি দিচ্ছে করোনার সংক্রমণের সম্ভাবনা।

৩০ হাজারেরও বেশি করোনা আক্রান্তের খোঁজ

৩০ হাজারেরও বেশি করোনা আক্রান্তের খোঁজ

এদিকে রিপাবলিকান পার্টির কর্মী সমর্থকেরা মাস্ক ছাড়াই একাধিক জনসভাতে অংশ নেওয়ায় দেশের শীর্ষ প্রশাসনিত কর্তা হিসাবে প্রশ্ন চিহ্নের সামনে পড়ে ট্রাম্পের ভূমিকা। এদিকে ট্রাম্পের শেষ ১৮ টি জনসভা থেকে প্রায় ৩০ হাজারের বেশি করোনা আক্রান্তের খোঁজ মিলতে পারে বলে জানাচ্ছেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।

৭০০-র বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

৭০০-র বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

শুধুাই নয়, ওই সমস্ত ব়্যালিতে অংশ নেওয়া লক্ষাধিক মানুষের মধ্যে ৭০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হতে পারে বলেও জানিয়েছেন স্ট্যানফোর্ডের গবেষকেরা। সম্প্রতি এই বিষয়ে বিশদে জানিয়ে ‘কোভিড-১৯-র বিস্তার নিয়ে বৃহত্তর দলগুলির সভার প্রভাব: ট্রাম্পের জনসভায় আক্রান্ত' শীর্ষক একটি গবেষণাপত্রও প্রকাশ করা হয়।

 শেষ চার মাসেই জনসভার উপরেই পর্যালোচনা

শেষ চার মাসেই জনসভার উপরেই পর্যালোচনা

মূলত ২০ জুন থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ট্রাম্পের ১৮টি জনসভার পরবর্তী সময়ে করোনা সংক্রমণের তুল্যমূল্য বিচার করেই এই রিপোর্ট সামনে এনেছে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। যদিও আক্রান্ত ও মৃতের সংখ্যা দুই আরও বাড়তে পারে বলেও জানিয়েছেন গবেষকেরা। পাশাপাশি সমস্ত আক্রান্তই যে ট্রাম্পের সভায় এসেছিলেন এমনটাও নয়। আক্রান্ত ব্যক্তিদের পরিবার, বন্ধু এমনকী তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের মাধ্যেই মারণ করোনা শাখাপ্রসাখা বিস্তার করেছে বলে মত বিশেষজ্ঞদের।

 স্ট্যানফোর্ডের রিপোর্টকে হাতিয়ার করেই ট্রাম্পকে আক্রনণ বাইডেনের

স্ট্যানফোর্ডের রিপোর্টকে হাতিয়ার করেই ট্রাম্পকে আক্রনণ বাইডেনের

এদিকে মার্কিন মুলুকে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯৪ লক্ষ পার করেছে। মারা গেছেন ২ লক্ষ ৩৬ হাজারের বেশি মানুষ। এদিকে স্ট্যানফোর্ডের রিপোর্টকে হাতিয়ার করে ট্রাম্পের বিরুদ্ধে বেনজির আক্রমণ শানাতে দেখা যায় ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট জো বাইডেনকে। বর্তমান করোনা পরিসংখ্যান দেখে রীতিমতো উদ্বেগ প্রকাশ বাইডেন বলেন, "করোনা সংক্রান্ত রিপোর্ট কেন, ট্রাম্প তো তার সমর্থকদের জীবনেরই কোনোরকম তোয়াক্কা করেন না।"

 'লাভ জেহাদ' নিয়ে আসছে নয়া আইন! 'রাম নাম সত্য' এর প্রসঙ্গ তুলে যোগী কোন ইঙ্গিত দিলেন 'লাভ জেহাদ' নিয়ে আসছে নয়া আইন! 'রাম নাম সত্য' এর প্রসঙ্গ তুলে যোগী কোন ইঙ্গিত দিলেন

English summary
30000 victims in 18 election rallies in america more than 700 dead donald trump is under pressure in the face of election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X