For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইরানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, বৈঠকে কানাডা সহ ১৪টি দেশের মহিলা বিদেশমন্ত্রী

ইরানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, বৈঠকে কানাডা সহ ১৪টি দেশের মহিলা বিদেশমন্ত্রী

Google Oneindia Bengali News

বিক্ষোভ দমাতে ইরান প্রশাসন কঠোর ভূমিকা গ্রহণ করেছে। এর বিরোধিতা করেই বিশ্বের মহিলা বিদেশমন্ত্রীরা একটি ভার্চুয়াল বৈঠকে অংশগ্রহণ করবেন বলে জানা গিয়েছে। কানাডার বিদেশমন্ত্রী মেলানি জোলি বুধবার এক বিবৃতিতে জানিয়েছেন।

ইরানের সাহসি নাগরিকদের পাশে কানাডা

ইরানের সাহসি নাগরিকদের পাশে কানাডা

গত মাসে ইরানের নৈতিক পুলিশ ইরানের তরুণী মাহাসা আমিনিকে বন্দি করে দেশের পোশাক বিধি না মানার কারণে। পুলিশি হেফাজতে তরুণীর মৃত্যু হয়। এই মৃত্যুর প্রতিবাদে ইরান জুড়ে বিক্ষোভ শুরু হয়। কানাডার বিদেশমন্ত্রী মেলানি জোলি বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল আটটা নাগাদ ১৪ বিদেশি মহিলা মন্ত্রীর সঙ্গে ইরানে বিক্ষোভ ও বিক্ষোভকারীদের বিরুদ্ধে নির্মম আচরণের বিরুদ্ধে বৈঠকে বসবেন বলে জানা গিয়েছে। কানাডার মন্ত্রী মেলানি জোলি বুধবারের বিবৃতিতে বলেন, 'আমরা খুব স্পষ্ট ভাষায় বার্তা পাঠাতে চাই ইরানের কাছে। বিক্ষোভ দমন করার জন্য ইরান প্রশাসন যে নির্মম আচরণ করছে, তা অবিলম্বে বন্ধ করতে হবে।' তিনি বলেন, 'কানাডা সাহসী ইরানি, যাঁরা মানবাধিকারের জন্য লড়াই করছে, তার পাশে দাঁড়াবে। ইরানের বিক্ষোভকারীরা তাঁদের মা, বোন, স্ত্রীর অধিকারের জন্য লড়াই করছেন। নারীর আধিকারের জন্য মানবাধিকারের জন্য লড়াই।'

বৈঠকে ইরানে মানবাধিকার লঙ্ঘন

বৈঠকে ইরানে মানবাধিকার লঙ্ঘন

বৃহস্পতিবার কানাডার বিদেশমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে জার্মানি, চিলি, নিউজিল্যান্ড এবং নরওয়ের মন্ত্রীরা উপস্থিত থাকবেন। ফ্রান্সকে এই বৈঠকে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। কিন্তু ফ্রান্সের বিদেশমন্ত্রী ক্যাথরিন কোলোনা এই বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়েছেন। এই বৈঠকে ইরানের মহিলাদের কথা শোনা হবে। ইরানে মহিলা ও মানবাধিকার নিয়ে আলোচনা করা হবে। কীভাবে ইরানের জনগণের ওপর বিশ্বের সমর্থন বাড়ানো যায়, সেই নিয়েও বৈঠক হবে বলে জানা গিয়েছে।

ইরানের ওপর নিষেধাজ্ঞা

ইরানের ওপর নিষেধাজ্ঞা

ইরানের ওপর নিষেধাজ্ঞায় আমেরিকার সঙ্গে কানাডা অংশগ্রহণ করেছে। জোলি ইরানে মানবাধিকার লঙ্ঘনের জন্য অতিরিক্ত আরও বেশ কয়েকটি নিষেধাজ্ঞা জারি করেছে। ইরানের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী মাজিদ মিরাহমাদি সহ দেশের চারটি সংস্থা এবং ছয় ব্যক্তির ওপর কানাডা নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে। পাল্টা ইরানের তরফে অভিযোগ করা হয়েছে, দেশের আভ্যন্তরীণ ইস্যুতে একাধিক দেশ হস্তক্ষেপ করছে। যা মোটেই কাম্য নয়।

ইরানে সরকার পতনের সম্ভাবনা নেই

ইরানে সরকার পতনের সম্ভাবনা নেই

তবে বিশেষজ্ঞরা মনে করছেন, ইরানের অভ্যন্তরে ক্রমেই বিক্ষোভের আগুন তীব্র হচ্ছে। তবে সরকার পতনের কোনও সম্ভাবনা নেই। তবে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি বর্তমানে আন্তর্জাতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ইরানে পারমাণবিক ক্ষমতা নিয়ে আলোচনায় একটি অচলাবস্থা দেখতে পাওয়া গিয়েছে। ইউক্রেনে সামরিক অভিযানে রাশিয়াকে সমর্থন করেছে ইরান। এমনকী, ইরানের তৈরি অস্ত্র রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযানে ব্যবহার করছে। যার জেরে ইরান পশ্চিমি দেশগুলোর আরও বিষ নজরে পড়েছে।

English summary
15 female foreign ministers to meet virtually discuss crackdown in Iran
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X