For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রয়াত যোগী প্রহ্লাদ জানি, দাবি জীবনের শেষ ৭০ বছর অন্ন- জল স্পর্শ না করেই বেঁচে ছিলেন তিনি!

প্রয়াত যোগী প্রহ্লাদ জানি, দাবি জীবনের শেষ ৭০ বছর অন্ন- জল স্পর্শ না করেই বেঁচে ছিলেন তিনি!

  • |
Google Oneindia Bengali News

দীর্ঘ ৭০ বছর জল অন্ন স্পর্শ না করে বেঁচে থাকা যায়, এমনটাই দাবি করতেন যোগী প্রহ্লাদ জানি। অবশেষে ৯০ বছর বয়সে গ্রাম চারাদায় মৃত্যু হল যোগী প্রহ্লাদ জানি ওরফে চুনরিওয়ালা মাতাজির। মৃত্যু সংবাদ প্রকাশ্যে আসতেই ইতিমধ্যেই শোকের ছায়া নেমে এসেছে তাঁর ভক্তকূলে।

অন্ন জল ছাড়া শুধু যোগাসনেই বেঁচে ছিলেন যোগী প্রহ্লাদ

অন্ন জল ছাড়া শুধু যোগাসনেই বেঁচে ছিলেন যোগী প্রহ্লাদ

কোনোও খাবার জল ছাড়া স্রেফ নিয়মিত যোগাসনেই নাকি বেঁচে ছিলেন যোগী প্রহ্লাদ জানি। তিনি যোগাসনের সাথে সাথে নাকি বায়ুসাধনাও করতেন, অর্থাৎ জল অন্ন না খেলেও হাওয়া খেয়েই নাকি ৯০ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন তিনি। এছাড়াও তিনি দাবি করতেন মা অম্বার কৃপাই নাকি তার অন্যতম প্রধান জীবনীশক্তি।

 ৯০ বছরে প্রয়াত যোগী প্রহ্লাদ জানি

৯০ বছরে প্রয়াত যোগী প্রহ্লাদ জানি

সমগ্র গুজরাট রাজ্যেই বেশ জনপ্রিয়তা ছিল যোগী প্রহ্লাদ জানির। তার এই অসম্ভব সাধনার কারণে এর আগেও অনেক বার খবরেও এসেছেন তিনি। অবশেষে, ৯০ বছর বয়সে নিজ গ্রামেই দেহ রাখেন যোগী প্রহ্লাদ। যোগী জানির মরদেহ গুজরাটের বনাসকণ্ঠ জেলার আমবাজি মন্দিরের নিকটে তাঁর আশ্রম-গুহায় রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। ভক্তদের শেষ দর্শনের উদ্দেশ্যে দুদিন রাখার পর বৃহস্পতিবার সমাধি দেওয়া হবে তাঁকে।

মাতাজীর সাজসজ্জাও ছিল নজরকাড়া

মাতাজীর সাজসজ্জাও ছিল নজরকাড়া

মা অম্বার একনিষ্ঠ শিষ্য প্রহ্লাদ জানি ওরফে চুনরিওয়ালা মাতাজীর সাজপোশাক ও ছিল বেশ স্বকীয় এবং আলাদা। পরনে লাল কাপড়। কপালে লাল টিপ।এক মুখ দাড়িগোঁফ। এমনকি ভারী গয়নাও পরতে দেখা যেত তাকে। শোনা যায়, সর্বক্ষণ ওড়না অর্থাৎ চুনরি ব্যাবহার করতেন বলে তিনি চুনরিওয়ালা মাতাজী নামেও পরিচিত ছিলেন।

জল ছাড়া বেঁচে থাকা কার্যত অসম্ভব বলছে বিজ্ঞান

জল ছাড়া বেঁচে থাকা কার্যত অসম্ভব বলছে বিজ্ঞান

তাঁর এই দাবীকে কার্যত অসম্ভব বলে উড়িয়ে দিয়েছেন বিজ্ঞানীরা। আমেরিকার হেনরিফোর্ড বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিত্সক পারিজাত সেন এটিকে 'ভাঁওতাবাজি' বলেই অভিহিত করেন। বেশিরভাগ বিজ্ঞানীদের কথাতেই এই সাধকের দাবির কোনও বৈজ্ঞানিক ভিত্তি খুঁজে পাওয়া যায়নি।

প্রথম দিনই বিমান পরিষেবায় লাভবান হলেন ৫৮০০০! লকডাউনে উড়ান চালু প্রসঙ্গে বললেন কেন্দ্রীয় মন্ত্রীপ্রথম দিনই বিমান পরিষেবায় লাভবান হলেন ৫৮০০০! লকডাউনে উড়ান চালু প্রসঙ্গে বললেন কেন্দ্রীয় মন্ত্রী

English summary
yogi prahlad jani died and he claims that he lived the last 70 years of his life without touching food and water
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X