For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অযোধ্যায় রামমন্দিরের পরে জেগে উঠেছে কাশী-মথুরা! রাস্তায় নমাজ নেই, হয়নি দাঙ্গাও, স্বস্তি আদিত্যনাথের

অযোধ্যায় রামমন্দিরের পরে জেগে উঠেছে কাশী-মথুরা! রাস্তায় নমাজ নেই, হয়নি দাঙ্গাও, স্বস্তি আদিত্যনাথের

  • |
Google Oneindia Bengali News

অযোধ্যায় (Ayodhya) রাম মন্দির (Ram Mandir) তৈরি হচ্ছে। আর পরে কাশী-মথুরা নিয়েও মামলা চলছে আদালতে। সমাজের একটা বড় অংশের মানুষের মধ্যে তা নিয়ে যথেষ্ট উৎসাহ রয়েছে। যা নিয়ে খুশি উত্তর প্রদেশের (uttar pradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (yogi adityanath)। তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, অযোধ্যায় রামমন্দির নির্মাণের পরে মথুরা, বৃন্দাবন, বিন্ধ্যবাসিনী ধাম এবং নৈমিশ ধামের মতো মন্দির শহর কাশীও
জেগে উঠেছে।

 হয়নি দাঙ্গা, রাস্তায় নমাজও হয়নি

হয়নি দাঙ্গা, রাস্তায় নমাজও হয়নি

লখনৌতে বিজেপির কার্য নির্বাহী সভায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, রাজ্যে কোনও দাঙ্গা হয়নি। অন্যদিকে সাম্প্রতিক উৎসব প্রসঙ্গে তিনি বলেছেন, রাজ্যে এবার প্রথমবারের মতো ইদের আগে শেষ শুক্রবারের নমাজ রাস্তায় হয়নি। মুখ্যমন্ত্রী বলেছেন রামনবমী এবং হনুমান জয়ন্তী শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছিল। রাস্তায় নমাজ না হওয়া প্রসঙ্গে তিনি বলেছেন, নমাজের জন্য উপাসনালয় রয়েছে। মসজিদেই তাদের ধর্মীয় অনুষ্ঠান হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।

ধর্মীয় উপাসনালয় থেকে লাউডস্পিকার অপসারণের উল্লেখ

ধর্মীয় উপাসনালয় থেকে লাউডস্পিকার অপসারণের উল্লেখ

মুখ্যমন্ত্রী ধর্মীয় উপসনালয় থেকে লাউডস্পিকার সরানোরও উল্লেখ করেছেন। তিনি বলেছেন সবাই দেখেছেন, কীভাবে অপ্রয়োজনীয় কোলাহল থেকে রেহাই পাওয়া গিয়েছে। উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের পরে রাজ্য বিজেপির
প্রথম কার্যনির্বাহী সভায় আদিত্যনাথ বলেছেন, এখন থেকেই ২০২৪-এর নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিতে হবে। রাজ্যের ৮০ টি আসনের মধ্যে ৭৫ টিতে জয়ের লক্ষ্য নিয়ে এগোতে হবে বলেও জানিয়ে দেন তিনি।
প্রসঙ্গত ২০১৯-এর নির্বাচনে বিজেপি উত্তর প্রদেশের ৬২ টি লোকসভা আসনে জয়লাভ করেছিল আর সহযোগী আপনা দল জিতেছিল দুটি আসনে।

কাশী-বিশ্বনাথ মন্দির করিডোরের নাম উল্লেখ

কাশী-বিশ্বনাথ মন্দির করিডোরের নাম উল্লেখ

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কাশী-বিশ্বনাথ মন্দির করিডোরের উদ্বোধনের কথা উল্লেখ করে বলেন, প্রতিদিন একলক্ষ ভক্ত কাশীতে যান। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গতি রেখে স্থানের নামে তাৎপর্য
প্রমাণ করেছে। তিনি বলেছেন, অযোধ্যায় রাম মন্দির নির্মাণ শুরু পরে কাশী জেগে উঠেছে। এই পরিস্থিতিতে সবাইকে আরাও এগিয়ে যেতে হবে, বলেছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত উল্লেখ্য মথুরা ও বারাণসীতে মন্দির-মসজিদ নিয়ে শুনানি সময় মুখ্যমন্ত্রীর
এই মন্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ।

 প্রধানমন্ত্রী হিসেবে ৮ বছর পূর্ণ করায় মোদীকে অভিনন্দন

প্রধানমন্ত্রী হিসেবে ৮ বছর পূর্ণ করায় মোদীকে অভিনন্দন

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর ৮ বছর পূর্ণ হওয়ায় অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, ২০২৪-এও বিজেপির তার লক্ষ্য অর্জনে সফল হবে। তিনি বলেছেন, ২০১৭ সালের পর থেকে রাজ্যসম্পর্কে ধারণায় পরিবর্তণ এসেছে। তিনি বলেছেন, উত্তর প্রদেশ এখন চার ডজনের বেশি প্রকল্পে দেশকে নেতৃত্ব দিচ্ছে। তিনি বলেছেন, কোভিডের সময় কঠোর পরিশ্রমের ফলে বিজেপি উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে সাফল্য পেয়েছে।

করোনা কালে তৈরি PM কেয়ার্সের টাকা কোন খাতে খরচ? বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মোদীকরোনা কালে তৈরি PM কেয়ার্সের টাকা কোন খাতে খরচ? বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মোদী

English summary
Yogi Adityanath says, Kashi appears to be waking up after construction of Ram Temple in Ayodhya
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X