For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'রাজ্যভিত্তিক বিরোধিতা গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে বাধা হতে পারে না', মমতাকে সাফ বার্তা ইয়েচুরির

  • |
Google Oneindia Bengali News

নাগরিকত্ব সংশোধনী আইন, জাতীয় নাগরিকপঞ্জী সহ কেন্দ্রীয় সরকারের একাধিক নীতি ও তার প্রেক্ষিতে দেশ জুড়ে উত্তাল হওয়া পরিস্থিতি নিয়ে আগামী ১৩ জানুয়ারি দিল্লিতে বিরোধী দলগুলির বৈঠক ছিস। সেই বৈঠকে, কংগ্রেস ও বাম দলগুলির সঙ্গে বৈঠকে বসবার কথা ছিল তৃণমূলেরও। তবে ঠিক শেষ মুহূর্তে মমতা জানিয়ে দেন যে তিনি সেই বৈঠকে যাচ্ছেন না। আর তার কারণ নিয়ে মমতা জানান, গত ধর্মঘটে বাংলায় যেভাবে বাম-কংগ্রেস তাণ্ডব চালিয়েছে তার পর আর এই বৈঠকে তিনি যাবেন না। এরপরই মমতার উদ্দেশে বার্তা দেন সিপিএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।

মমতাকে তোপ সীতারামের

মমতাকে তোপ সীতারামের

মমতা বন্দ্যোপাধ্যায়কে এদিন রীতিমতো তোপ দাগেন সীতারাম ইয়েচুরি। বামপন্থী এই নেতা বলেন, 'দেশের নিরপেক্ষ গণতন্ত্রের প্রতিরক্ষার বিরুদ্ধে ভয়াবহ শক্তি আস্ফালন করছে আরএসএস, বিজেপি। গণতন্ত্র রক্ষা করা প্রতি দেশপ্রেমিকের কাজ। সংবিধান রক্ষার্থে রাজ্য ভিত্তিক ভেদ বা শত্রুতা আসা উচিত নয়। আমরা কেরলে দেখিয়েছি কিভাবে লড়াই চালাতে হয়। '

 মমতাকে সরাসরি তোপ সীতারামের

মমতাকে সরাসরি তোপ সীতারামের

সীতারাম ইয়েচুরি বিস্ময় প্রকাশ করে বলেন, যে কংগ্রেস-বাম সহ বিরোধীরা যে সিএএ/এনআরসি/এনপিআর বিরোধী প্রস্তাবের পরামর্শ দিয়েছিল , সেই প্রস্তাব পশ্চিমবঙ্গে বিধান সভায় বাতিল করেছেন মমতা। সীতারামা ইয়েচুরি গোটা বিষয়টিকে 'বিস্ময়কর ঘটনা' বলে আখ্যা দেন।

 মমতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে তোপ সীতারামের

মমতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে তোপ সীতারামের

সীতারাম ইয়েচুরি বিস্ময় প্রকাশ করে বলেন, যে কংগ্রেস-বাম সহ বিরোধীরা যে সিএএ/এনআরসি/এনপিআর বিরোধী প্রস্তাবের পরামর্শ দিয়েছিল , সেই প্রস্তাব পশ্চিমবঙ্গে বিধান সভায় বাতিল করেছেন মমতা। সীতারামা ইয়েচুরি গোটা বিষয়টিকে 'বিস্ময়কর ঘটনা' বলে আখ্যা দেন।

English summary
Yechury's messege to Mamata, State-level rivalries shouldn't affect defending democracy.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X