For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফিরে দেখা ২০২০:‌ এ বছর পদ্মশ্রী সম্মান পেলেন যে সব বিশিষ্ট ব্যক্তিত্বরা দেখে নিন তাঁদের নাম

এ বছর পদ্মশ্রী সম্মান পেলেন যে সব বিশিষ্ট ব্যক্তিত্বরা দেখে নিন তাঁদের নাম

Google Oneindia Bengali News

এ বছর দেশের বহু গণ্যমান্য ব্যক্তিকে চতুর্থ–সর্বোচ্চ পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। এ বছর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে ১৪১ জন পদ্ম প্রাপকের নাম ঘোষণা করা হয়, যার মধ্যে ১১৮ জন পেয়েছেন পদ্মশ্রী। রাষ্ট্রপতি ভবনে ২৬ জানুয়ারি এই পদ্মশ্রী পুরস্কার তুলে দেওয়া হয় বিশিষ্ট ব্যক্তিদের হাতে। আসুন দেখে নেওয়া যাক সেই সব ব্যক্তিদের নাম।

শিল্প

শিল্প

গুরু শশীধর আচার্য (‌নৃত্য)‌

ইন্দিরা পি পি বোরা (‌নৃত্য)‌

মদন সিং চৌহান (‌আঞ্চলিক ও সুফি গায়ক)‌

ললিতা ও সরোজা চিদাম্বরম (‌কর্নাটক গায়িকা)‌

বাজিরা চিত্রসেনা (‌নৃত্য)‌

পুরুষোত্তম দধিচ (‌কত্থক শিল্পী)‌

উৎসব চরণ দাস (‌ওড়িশি চৈত্য ঘোড়া নৃত্য শিল্পী)‌

মনোহর দেবাদোস (‌চিত্রশিল্পী)‌

বদলা গোপালারাও (‌নাট্য শিল্পী)‌

মৃত্যভানু গুন্টিয়া (‌সম্বলপুরি সুরকার)‌

মধু মনসুরি হাসমুখ (‌আধুনিক নাগপুরি লোকশিল্পী)‌

শান্তি জৈন (‌ভোজপুরি, মৈথিলি ও মাঘি গায়িকা)‌

করণ জোহর (‌হিন্দি ছবির পরিচালক)‌

সরিতা যোশী (‌থিয়েটার, টিভি ও সিনেমা তারকা)‌

একতা কাপুর (‌টিভি সিরিজ প্রযোজক)

যাজদি নাওশিরওয়ান করণজিয়া (‌বরিষ্ঠ থিয়েটার অভিনেতা)‌

ভি কে মুন্নুস্বামী কৃষ্ণাপখতর (‌টেরাকোটা শিল্পী)‌

মনমোহন মহাপাত্র (‌চিত্রপরিচালক)‌

উস্তাদ আনওয়ার খান মঙ্গানিয়ার (‌আঞ্চলিক গায়ক)‌

মুন্না মাস্টার (‌মুসলিম ভজন গায়ক)‌

মণিলাল নাগ (‌বরিষ্ঠ সেতার বাদক)‌

মুঝিককাল পনকাঝাক্সি (‌নোক্কুবিদ্যা শিল্পী)‌

কঙ্গনা রানাওয়াত (‌বলিউড অভিনেত্রী)‌

দলাভাই ছলাপতি রাও (‌শ্যাডে লেদার পুতুল তৈরি করে)‌

আদনান স্বামী (‌সঙ্গীত শিল্পী)‌

শ্যাম সুন্দর শর্মা (‌প্রিন্ট-মেকিং শিল্পী)‌

দয়া প্রকাশ সিনহা (‌থিয়েটার শিল্পী)‌

কালি সাবি মেহবুব অ্যান্ড শেখ মেহবুব সুবানি (‌বাদ্যশিল্পী)‌

সুরেশ ওয়াদেকর (‌সঙ্গীতশিল্পী)‌

সাহিত্য ও শিক্ষা

সাহিত্য ও শিক্ষা


রবার্ট থুরমান

ইয়াশি দরজি থোংগচি

বিজয়সারথি শ্রীভাস্যম

শাহাবুদ্দিন রাঠোর

যোগেশ প্রবীণ

যোগেন্দ্র নাথ ফুকান

প্রশান্ত কুমার পট্টনায়েক

পু লালবিয়াকথাঙ্গা পাঁচু

শিব দত্ত নির্মোহি

এন চন্দ্রশেখরন নায়ার

পৃথবন্দ্র মুখার্জি

বীণাপাণি মোহান্তি

অভিরাজ রাজেন্দ্র মিশ্র

এসপি কোঠারি

নারায়ণ জে যোশি কারায়াল

সি কামলোভা

মিনাক্ষী জৈন

বেণীচন্দ্রা জামাতিয়া

লিল বাহাদুর ছেত্রী

ইন্দ্রা দশনায়ক

কাজি মাসুম আখতার

গ্লোরিয়া এরিইরা

দময়ন্তী বেশরা

এইচ এম দেশাই

কেভি সম্পত কুমার ও বিদূষী কেএস জয়লক্ষ্মী

ক্রীড়া

ক্রীড়া


জিতু রাই (‌পিস্তল শুটার)‌

তরুণদীপ রাই (‌তীরন্দাজি)‌

রাণি রামপাল (‌হকি)‌

এম পি গণেশ (‌ভারতীয় হকির প্রাক্তন ক্যাপ্টেন)‌

ওইনাম বেমবেম দেবী (‌ভারতীয় মহিলা ফুটবলের প্রাক্তন ক্যাপ্টেন)‌

জাহির খান (‌ভারতীয় ক্রিকেটার)‌

 বাণিজ্য ও ইন্ডাস্ট্রি

বাণিজ্য ও ইন্ডাস্ট্রি

জয় প্রকাশ আগরওয়াল (‌সূর্য রশ্মি লিমিটেডের কর্ণধার)‌

সঞ্জীব ভিকচন্দানি (‌ইন্টারনেট সার্ভিস পথিকৃৎ)‌

গফুরভাই এম বিলাখিয়া (‌উদ্যোগপতি)‌

ছেওয়াঙ্গ মোটুপ গোবা (‌রিমো এক্সপিডিয়ানসের কর্ণধার)‌

ভারত গোয়েঙ্কা (‌সহ-প্রতিষ্ঠাতা ও এমডি ট্যালি সলুউশনের)‌

নীমনাথ জৈন (‌ইন্দোরে প্রেস্টিজ সংস্থার কর্ণধার)‌

বিজয় শঙ্কেশ্বর

সিএমডি অফ ভিআরএল গ্রুপ)‌

রমেশ টেকচাঁদ ওয়াধওয়ানি (‌সিমফোনি টেকনোলজির কর্ণধার)‌

প্রেম ওয়াটসা (‌ফেয়ারফ্যাক্স ফিনানসিয়াল হোল্ডিংস-এর কর্ণধার)‌

এই চার বিভাগ ছাড়াও আরও বেশ কিছু বিভাগে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন অনেকে।

 ২০২০ সালেই নয়া ইতিহাস, আমেরিকার প্রথম মহিলা উপরাষ্ট্রপতি হিসাবে মসনদে কমলা হ্যারিস ২০২০ সালেই নয়া ইতিহাস, আমেরিকার প্রথম মহিলা উপরাষ্ট্রপতি হিসাবে মসনদে কমলা হ্যারিস

English summary
This year, several eminent personalities have been awarded the Padma Shri
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X