For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুর্ঘটনার পর মহিলারা গাড়ির উপর ঝাঁপিয়ে পড়লেন যুবক, গাড়ি ছুটল রুদ্ধশ্বাস গতিতে

দুর্ঘটনার পর গাড়ির উপর ঝাঁপিয়ে পড়েছিলেন যুবক। তা সত্ত্বেও গাড়ি ছুটিয়েই চললেন মহিলা। ফের এক আজব ঘটনার সাক্ষী থাকল বেঙ্গালুরু। পুলিশের কাছে এই মর্মে অভিযোগ করেন দর্শন নামে এক যুবক।

Google Oneindia Bengali News

দুর্ঘটনার পর গাড়ির উপর ঝাঁপিয়ে পড়েছিলেন যুবক। তা সত্ত্বেও গাড়ি ছুটিয়েই চললেন মহিলা। ফের এক আজব ঘটনার সাক্ষী থাকল বেঙ্গালুরু। পুলিশের কাছে এই মর্মে অভিযোগ করেন দর্শন নামে এক যুবক। তাঁর অভিযোগ, প্রিয়াঙ্কার টাটা নেক্সনের সঙ্গে তাঁর মারুতি সুজুকি সুইফের সংঘর্ষ হয়।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় মহিলার গাড়িতে যুবকের ঝাঁপিয়ে পড়ার ভিডিও। শুক্রবার বেঙ্গালুরুতে রোড রেসের ঘটনায় বনেটে ঝুলে থাকা এক যুবককে নিয়েই ছোটে মহিলার এসইউভি। যুবক ঝাঁপিয়ে পড়ার পরও মহিলা গাড়ি না থামিয়ে চালাতে থাকেন।

গাড়ির উপর ঝাঁপিয়ে পড়লেন যুবক, গাড়ি ছুটোলেন মহিলা

পুলিশ জানিয়েছে, প্রিয়াঙ্কা নামের ওই মহিলা প্রায় এক কিলোমিটার রাস্তা গাড়ি চালিয়ে নিয়ে যান ওই যুবককে বনেটে নিয়ে। বেঙ্গালুরুর জ্ঞান ভারতী নগরে এই ঘটনা ঘটে। পুলিশের কাছে এই অভিযোগের পর তদন্ত শুরু হয়েছে। কী করে এই দুর্ঘটনা তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, উভয়ের মধ্যে একপ্রস্থ তর্ক হয়েছিল। তারপর তাদের মধ্য গাড়ি নিয়ে টক্কর শুরু হয়। তাতেই এই ঘটনা বলে জানা গিয়েছে। একে অপরের বিরুদ্ধে এই ঘটনায় আঙুল তুলছে। গাড়িতে সংঘর্ষের পর তারা জামেলায় জড়িয়ে পডে। মহিলা গাড়ি চালিয়ে চলে যাওয়ার সময় তাঁর গাড়ির বনেটে ঝাঁপিয়ে পড়ে। তারপর প্রায় এক কিলোমিটার গাড়ি চালিয়ে যান মহিলা।

এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে প্রিয়াঙ্কা, দর্শনা-সহ পাঁচ জনকে। প্রিয়াঙ্কা ও দর্শন-সহ বাকি তিনজন হলেন যশবন্ত, সুজন ও বিনয়। প্রিয়াঙ্কার বিরুদ্ধে দর্শনকে হত্যার চেষ্টার অভিযোগ করা হয়েছে। এই ঘটনার পাল্টা অভিযোগও হয়েছে। পুলিশ ঘটনার সত্যাসত্য জানার জন্য তদন্ত শুরু করেছে।

English summary
Woman keep driving despite of a man jumps on her car after an accident in Bengaluru.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X