For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌৪৮ ঘণ্টার মধ্যে দুই রোগীর অঙ্গদান, প্রতিস্থাপন সাতজনের দেহে

‌৪৮ ঘণ্টার মধ্যে দুই রোগীর অঙ্গদান, প্রতিস্থাপন সাতজনের দেহে

Google Oneindia Bengali News

মস্তিষ্কের মৃত্যু হওয়া দুই রোগীর অঙ্গদান নিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে দিল্লির এইমস অঙ্গ প্রতিস্থাপন করার নজির গড়ল। মঙ্গলবার এই তথ্য জানানো হয়েছে হাসপাতালের তরফ থেকে। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের কাশগঞ্জের ২৬ বছরের যুবক ও দিল্লির ৬১ বছরের বৃদ্ধা দান করে গিয়েছেন দু’‌টো হৃদযন্ত্র, চারটে কিডনি, দু’‌টি লিভার, চারটে কর্নিয়া ও হাড়। তাঁদের দান করা অঙ্গ ইতিমধ্যেই সাতজনকে প্রতিস্থাপন করা হয়ে গিয়েছে।

‌৪৮ ঘণ্টার মধ্যে দুই রোগীর অঙ্গদান, প্রতিস্থাপন সাতজনের দেহে

অঙ্গদান বৃদ্ধের

৬১ বছরের অনিল মিত্তল তাঁর অঙ্গ দান করেছিলেন দেশে অঙ্গদান সম্পর্কে সচেতনতা তৈরি এবং প্রচারে কাজ করে এমন একটি সংস্থা, যার নাম দধিচী দেহ দান সমিতি। তাঁর পরিবারের অন্য সদস্যদেরও এইমসে দেহদান করা রয়েছে গবেষণার কাজের জন্য। এইমসেই অনিল মিত্তলের মস্তিষ্কের মৃত্যু ঘটে সোমবার। তাঁর পরিবারের এক সদস্য বলেন, '‌আমার অভিভাবক আমায় সাধু দধিচীর গল্প শোনাতেন, যিনি দানবদের হাত থেকে দেবতাদের বাঁচানোর জন্য নিজের দেহদান করেছিলেন। আমরা সকলেই সেইসব গল্প থেকে অনুপ্রাণিত হই এবং এটা আমাদের পরিবারের রীতি যে আমারা আমাদের প্রিয়জনের দেহ মহৎ কাজে দান করে যাই। আমাদের পরিবারে এটাই প্রপথম অঙ্গদান।’‌


ঠিকা শ্রমিকের অঙ্গদান

অন্য এক দাতার নাম হল শচিন। ২৬ বছরের যুবক ঠিকা শ্রমিকের কাজ করতেন দিল্লিতে। বৃহস্পতিবার এক বহুতলের দ্বিতীয় তলা থেকে পড়ে যান তিনি। এরপরই তাঁকে এইমসের ট্রমা সেন্টারে নিয়ে আসা হয়। দু’‌দিন আগে ১৫ ফেব্রুয়ারি শচিনের মস্তিষ্কের মৃত্যু হয়। অনেক বোঝানোর পর শচিনের পরিবার তাঁর অঙ্গদানে রাজি হন। এইমসের অঙ্গদান বিভাগের প্রধান ডাঃ আরতি ভিজ বলেন, '‌এটাই প্রথম নয় যে দু’‌দিনের মধ্যে দু’‌টি মস্তিষ্কের মৃত্যু ঘটা রোগীর অঙ্গদানে প্রতিস্থাপন হল। পাঁচ বছর আগেও একই ধরনের ঘটনা ঘটেছিল এই হাসপাতালে। কিন্তু এটা সত্যিই বিরল যে পরপর মস্তিষ্কের মৃত্যু ঘটা রোগীর পরিবার এই অঙ্গদানে রাজি হয়েছে।’‌


অঙ্গের অভাবে কম প্রতিস্থাপন ভারতে

প্রসঙ্গত প্রতিস্থাপনের জন্য মৃত অঙ্গগুলির তীব্র ঘাটতির মুখোমুখি হচ্ছে ভারত। দেশে প্রতিবছর কেবলমাত্র পাঁচ শতাংশ অঙ্গ প্রতিস্থাপন করা হয় যা মৃত দাতা থেকে আসে। চাহিদা ও সরবরাহের মধ্যে বিশাল ব্যবধান রয়েছে কারণ ভারতে প্রতিবছর প্রায় আড়াই লক্ষ কিডনি, লিভার এবং হৃদযন্ত্রের প্রয়োজন। কিন্তু অঙ্গগুলির অভাবে ৬০০০–৭০০০ এর বেশি প্রতিস্থাপন করা হয় না।

English summary
The two hearts, four kidneys, two livers, four corneas and bones of a 26-year-old man from Kashganj in Uttar Pradesh, and a 61-year-old Delhi man have already been transplanted
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X