For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যসভায় ২২ টি আসনে জয় রাষ্ট্রপতি নির্বাচনে বাড়তি বল জোগাবে বিজেপিকে

  • |
Google Oneindia Bengali News

রাজ্য বিধানসভাগুলিতে বিজেপির শক্তি জানান দিয়েছিল ৫৭ টি রাজ্যসভা আসনের ২০টিতে জয় পেতে পারে৷ তবে শনিবার নির্বাচনী প্রক্রিয়া শেষ দেখা গিয়েছে শুধু ২২টি রাজ্যসভা আসনে জয়লাভই করেনি বিজেপি সঙ্গেই একটি স্বতন্ত্র প্রার্থীর জয়ও নিশ্চিত করিয়েছে তারা। স্বাভাবিকভাবেই রাষ্ট্রপতি নির্বাচনের আগে এই ফল বিজেপিকে অনেকটাই বাড়তি উৎসাহ দেবে৷ প্রসঙ্গত চলতি বছরের শুরুতেই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনেও বড় সাফল্য ছিনিয়ে নিয়েছিল বিজেপি৷ এবার ৫৭টি রাজ্যসভা আসনেও এই সাফল্য বিজেপি কর্মীদের চনমনে রাখবে৷

বিরোধীদের বিভাজনে লাভবান বিজেপি!

বিরোধীদের বিভাজনে লাভবান বিজেপি!

এবারের রাজ্যসভা আসনগুলির ফলাফল বিজেপির প্রতিদ্বন্দ্বীদের জন্য একটি বড় ধাক্কা, কারণ রাজ্যসভা নির্বাচনে মহারাষ্ট্রের ক্ষমতাসীন দলকে টপকে বেশি আসন জিতেছে বিজেপি৷ এক্ষেত্রে বিরোধী দলে মতবিরোধ এবং সংহতির অভাবকে নিজেদের পক্ষে কাজে লাগিয়েছে গেরুয়া শিবির। কর্ণাটক, হরিয়ানায় এবং রাজস্থান স্বতন্ত্রদের সমর্থন করে এবং বিরোধী প্রতিদ্বন্দ্বীদের মধ্যে বিভাজন থেকে লাভবান হয়েছে বিজেপি৷ যার ফলে এটি রাজস্থান ছাড়া বাকি তিনটি রাজ্যে হিসেবের চেয়ে একটি করে অতিরিক্ত আসন পেয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনে এগিয়ে থাকবে বিজেপি

রাষ্ট্রপতি নির্বাচনে এগিয়ে থাকবে বিজেপি

এই রাজ্য সভা আসনগুলিতে জয় আসন্ন রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে বিজেপির জন্য একটি বড় সুযোগ তৈরি করেছে৷ প্রসঙ্গত, আগামী ১৮ জুলাই আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য, এনডিএ সরকার প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার থেকে সামান্য (২০ হাজার মতো) কম ভোট রয়েছে। যে ভোটের জন্য বিজেপি এআইএডিএমকে এবং বন্ধুত্বপূর্ণ দলগুলির সমর্থনের উপর নির্ভর করে যারা। এছাড়া রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ-র অংশ নয় যেমন বিজেডি এবং ওয়াইএসআরসিপির ভোটও বিজেপির পক্ষে থাকবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা

মহারাষ্ট্রে অভাবনীয় সাফল্য বিজেপির!

মহারাষ্ট্রে অভাবনীয় সাফল্য বিজেপির!

এবারের রাজ্যসভা ভোটের ফল সবচেয়ে বেশি উৎসাহিত করেছে মহারাষ্ট্রের বিজেপি সমর্থকদের৷ প্রসঙ্গত, মহারাষ্ট্রের প্রত্যেক রাজ্যসভা আসনে জয়ের জন্য ৪২ ভোটের প্রয়োজন হবে। যেখানে, ক্ষমতাসীন শিবসেনা, এনসিপি এবং কংগ্রেস জোটের তিনটি আসনে জয়ের জন্য পর্যাপ্ত ভোট ছিল (১৫১) রয়েছে তবে তারা চারটি আসনে প্রার্থী দিয়েছিল এবং চারটি জয়ের জন্য আশাবাদী ছিল। অন্যদিকে মহারাষ্ট্রে বিজেপির ১০৬ জন বিধায়ক রয়েছে এবং দুটি আসন জয় নিশ্চিত ছিল বিজেপির। তবে পদ্মব্রিগেড তিনটি আসন জয়ের লক্ষ্যে তিনজন প্রার্থী দিয়েছিল এবং অভূতপূর্ব ভাবে তিনটি আসনেই জয় পেয়েছে৷
এখানে অতিরিক্ত আসনটির জন্য বিজেপিকে সমর্থন করেছে ছোট দল এবং স্বতন্ত্র প্রার্থীরা। স্বতন্ত্র বিধায়কদের ২৯ জন বিধায়কের মধ্যে ১৭ জন বিজেপির পাশে দাঁড়িয়েছে৷ যা মহারাষ্ট্রে ক্ষমতাসীন এমভিএ জোট কেও ছাড়িয়ে গিয়েছে।

English summary
রাজ্যসভায় ২২ টি আসনে জয় রাষ্ট্রপতি নির্বাচনে বাড়তি বল যোগাবে বিজেপিকে
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X