For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যখন যেখানে চাই জবাব দিতে পারি, উরি হামলায় পাকিস্তানকে কড়া বার্তা ভারতীয় সেনার

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর : কাশ্মীরের উরিতে সেনা ক্যাম্পে হামলার প্রসঙ্গে পাকিস্তানকে উদ্দেশ্য করে কড়া হুঁশিয়ারি দিল ভারতীয় সেনা। সেনাবাহিনীর পক্ষ থেকে মিলিটারি অপারেশনের ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট রণবীর সিং পাকিস্তান কে উদ্দেশ্য করে বলেন, "ভারতীয় সেনা যখন, যেখানে খুশি পাকিস্তানকে জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে"। [উরি হামলায় মৃত বেড়ে ১৮, পাক সীমান্ত পেরিয়ে হামলার ভাবনা ভারতীয় সেনার]

মিলিটারি অপারেশনের ডিরেক্টর জেনারেল লেফট্যনেন্ট রণবীর সিং উরি হামলায় নিহত সেনা জওয়ানদের শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের পর স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, "সীমান্তের সুরক্ষা এবং দেশের সুরক্ষার জন্য ভারতীয় সৈন্যবাহিনী যথেষ্ট সংবেদনশীল হয়েই কাজ করছে। কিন্তু তার মানে এই নয় ভারতীয় সেনা জবাব দিতে জানে না। আমরা চাইলে যখন যেখানে খুশি পাকিস্তানকে জবাব দেওয়ার জন্য তৈরি আছি"। [উরি হামলার জঙ্গিরা পাকিস্তান থেকে এসেই হামলা চালিয়েছে, এই তার প্রমাণ!]

যখন যেখানে চাই জবাব দিতে পারি, উরি হামলায় পাকিস্তানকে কড়া বার্তা সেনার

২০১৩ সালে সীমান্তে সেনা জওয়ানের গলা কেটে হত্যা করার ঘটনাতে তৎকালীন সেনাপ্রধান জেনারেল বিক্রম সিং বলেছিলেন, "ভারতীয় সেনা এর জবাব দেবে। নিজেদের পছন্দমতো স্থানে ও সময়েই আমরা এই ঘটনার পাল্টা জবাব দেব।" পাঠানকোটে যখন জঙ্গি হামলা হয়েছিল তখন ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পরিক্করও পাকিস্তানকে উদ্দেশ্য করে এই ধরনের মন্তব্য করেছিলেন। [উরি জঙ্গিহানার শহিদদের মধ্যে বাংলার দুই জওয়ান!]

বিশেষ সূত্রের খবর সেনাবাহিনীর শীর্ষ কর্তারা উরির সেনা ঘাঁটিতে হামলার ঘটনার বেশ ক্ষুব্ধ। সেনাবাহিনীর সূত্রে জানা গিয়েছে এই মূহুর্তে পাকিস্তানে হামলা করে জবাব দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। কেননা পাকিস্তানও পাল্টা হামলা চালানোর প্রস্তুতি নিয়ে রাখতে পারে। তাই কৌশলেই সেনাবাহিনী এই নৃশংস হামলার জবাব দেবে পাকিস্তানকে এমনটাই মনে করছেন কূটনৈতিক মহল। []

English summary
Will Respond At Time, Place Of Our Choosing, Says Army On Uri Attack
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X