For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভা ভোটে সোনিয়ার জায়গা নিতে চলেছেন মেয়ে প্রিয়াঙ্কা! কী বলছে কংগ্রেস শিবির

শোনা যাচ্ছে, আগামী ভোটে সোনিয়া গান্ধী রায়বরেলি থেকে নাও লড়তে পারেন। তাঁর জায়গায় প্রিয়াঙ্কা সেই আসন থেকে লড়বেন।

  • |
Google Oneindia Bengali News

আগামী লোকসভা ভোট ২০১৯ কংগ্রেসের কাছে রীতিমতো অস্তিত্ব রক্ষার লড়াই। ২০১৪ সালে বিজেপির কাছে পর্যুদস্ত হতে হয়েছে। সারা দেশে কংগ্রেসের শোচনীয় পরাজয় হয়েছে। তারপর ধীরে ধীরে শেষ কয়েকটি নির্বাচনে একটু একটু করে ঘুরে দাঁড়ানোর শপথ নিয়েছে কংগ্রেস। লোকসভা ভোটই হতে চলেছে অগ্নিপরীক্ষা। শোনা যাচ্ছে, আগামী ভোটে সোনিয়া গান্ধী রায়বরেলি থেকে নাও লড়তে পারেন। তাঁর জায়গায় প্রিয়াঙ্কা সেই আসন থেকে লড়বেন।

লোকসভা ভোটে সোনিয়ার জায়গা নিতে চলেছেন মেয়ে প্রিয়াঙ্কা! কী বলছে কংগ্রেস শিবির

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী আমেঠি থেকেই লড়বেন। এটা মোটামুটি নিশ্চিত। প্রিয়াঙ্কা মায়ের জায়গায় লড়লে তা বড় চমক হতে চলেছে। রাহুল এই নিয়ে পরপর চারবার আমেঠি থেকে লড়বেন। এর আগে ২০০৪, ২০৯, ২০১৪ সালে লোকসভায় রাহুল এখান থেকে দাঁড়িয়ে জিতেছেন।

আমেঠি নেহরু পরিবারের জেতা আসন। এখান থেকে সঞ্জয় গান্ধী, রাহুল গান্ধীও লড়ে জিতেছেন। পরে সোনিয়াও প্রথমে এই আসনে জিতে লোকসভায় যান। পরে রাহুলকে এই আসন ছেড়ে দেন।

প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেসের হয়ে পুরোপুরি রাজনীতিতে নামবেন একথা গত কয়েকবছর ধরেই চলছে। তবে প্রিয়াঙ্কা দলের হয়ে প্রচার করলেও সক্রিয় রাজনীতিতে গা ঘামাননি। শুধু মা ও দাদার হয়ে প্রচার করেছেন। এবার হয়ত সেই সুযোগ তৈরি হতে চলেছে। রাজনীতির ময়দানে নামছেন প্রিয়াঙ্কা।

তার আগে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থানে বিধানসভা নির্বাচন রয়েছে। সেখানে কংগ্রেস কী করে সেদিকেও সকলের নজর থাকবে।

English summary
Will Priyanka Vadra set to replace Sonia Gandhi as Congress candidate in Rae Bareilly in 2019 Lok Sabha election?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X