For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

PAN Card-এ থাকা ১০ অঙ্কের নম্বরের পিছনে থাকা অর্থ কি জানেন? জানলে আশ্চর্য হবেনই

এই মুহূর্তে প্যান কার্ড এবং আধার কার্ড সবথেকে গুরুত্বপূর্ণ নথি! দুটির মধ্যে একটি না থাকলে সমস্যার মধ্যে পড়তে হয় সাধারন মানুষকে। এই নথির সাহায্যে যে কোনও ব্যক্তির আর্থিক বিষয়ে তথ্য জানতে পারবেন।

  • |
Google Oneindia Bengali News

এই মুহূর্তে প্যান কার্ড এবং আধার কার্ড সবথেকে গুরুত্বপূর্ণ নথি! দুটির মধ্যে একটি না থাকলে সমস্যার মধ্যে পড়তে হয় সাধারন মানুষকে। এই নথির সাহায্যে যে কোনও ব্যক্তির আর্থিক বিষয়ে তথ্য জানতে পারবেন।

প্যান কিংবা আধার চাকরি পাওয়ার ক্ষেত্রে হোক কিংবা পোস্ট অফিস সহ (PAN Card Uses) একাধিক কাজে প্রয়োজন হয়ে থাকে। এমনকি ব্যাঙ্ক থেকে লোন পাওয়ার ক্ষেত্রেও আধার কিংবা প্যান প্রয়োজন হয়ে থাকে।

প্যান নম্বর (PAN Number) ১০ নম্বরে হয়ে থাকে

প্যান নম্বর (PAN Number) ১০ নম্বরে হয়ে থাকে

কিন্তু জানেন কি প্যানকে পারমানেন্ট অ্যাকাউন্ট নম্বর (Permanent Account Number) ও বলা হয়ে থাকে। বলে রাখা প্রয়োজন এক ব্যক্তি দুটি প্যান কার্ড বানাতে পারবে না। কারন প্রথমে প্যান কার্ডের নম্বর জুড়ে যায় তা কখনও করা বদল যায় না। আরও বলে রাখা প্রয়োজন প্যান নম্বর (PAN Number) ১০ নম্বরে হয়ে থাকে। আর এই নম্বরের মাধ্যমে যে কোনও ব্যক্তির বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নেওয়া প্রয়োজন। এই প্রতিবেদনে প্যান নম্বরে থেকে পাওয়া তথ্যের বিষয়ে আলোচনা করা হল-

প্রত্যেক নম্বরের একটাই অর্থ!

প্রত্যেক নম্বরের একটাই অর্থ!

বলে রাখা প্রয়োজন প্যান নম্বরের শুরু অক্ষর দিয়ে হয়ে থাকে। যা তিনটি অক্ষরের হয়ে থাকে। যেমন AAA থেকে ZZZ পর্যন্ত হতে পারে।

এই অক্ষর ইনকাম টেক্স ডিপার্টমেন্ট (Income Tax Department)-এর সাহায্যে করা হয়ে থাকে।

এরপরের চতুর্থ নম্বর আলফাবেটিক্যালি করা হয়ে থাকে। যা কার্ড হোল্ডারকে স্টেস্টাস হিসাবে ধরা হয়ে থাকে।

কার্ডের পাঁচ নম্বর অক্ষর কার্ড হোল্ডারের সারনেমের হিসাবে করা হয়ে থাকে। আর এরপরে চার অঙ্ক লেখা হয়ে থাকে।

আর এই অঙ্ক 0001 থেকে নিয়ে ৯৯৯৯ পর্যন্ত যে কোনও কিছু করা হয়ে থাকে।

এটিও আয়কর বিভাগ থেকেই দেওয়া হয়ে থাকে।

এরপর শেষটিও আলফাবেটিক্যালি হয়ে থাকে।

এই অক্ষরগুলির অর্থ কি?

এই অক্ষরগুলির অর্থ কি?

P কোনও ব্যক্তির নাম হতে পারে

H ধর্মকে তুলে ধরা হয় এই অক্ষরের মাধ্যমে

A ব্যাক্তির বিষয়ে বিস্তারিত ভাবে জানায়

B কার্ড হোল্ডারের entity information দিয়ে থাকে

G সরকারি চাকরির বিষয়ে তথ্য দিয়ে থাকে

L লোকাল বাসিন্দা কিনা সেই বিষয়ে তথ্য দদিয়ে থাকে

F অর্থ হল ফর্ম

T এর অর্থ হল বিশ্বাস।

প্যান আধার নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

প্যান আধার নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

প্যান-আধার লিঙ্ক করা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল সরকার। পরিস্থিতির কথা বিচার করে আরও একবার সময়সীমা বাড়ানোর ঘোষণা। নয়া ঘোষণা অনুযায়ী আগামী ৩১ মার্চ ২০২২ সাল পর্যন্ত লিঙ্ক করা যাবে প্যান-আধার।

চূড়ান্ত এই সময়সীমা ৩০ সেপ্টেম্বর ২০২১ সালে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নতুন করে ফের একবার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশজুড়ে করোনার ঝড় চলছে। সবদিক খতিয়ে দেখে বিচার করে আরও একবার আধারের সঙ্গে প্যানের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত।

English summary
Why PAN card has 10 digit number on it, know the meaning
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X