For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইয়েতি আসলে কী! হিমালয়ে ৩২x১৫ ইঞ্চির পায়ের ছাপ কোন নয়া রহস্য উস্কে দিল

'ইয়েতি অভিযান' -এ গিয়ে কাকাবাবু কী পয়েছিলেন তা বাঙালি জানে। তবে এবার বাস্তবের মাটিতে দাঁড়িয়ে হিমালয়ের বুকে যে ৩২ *১৫ ইঞ্চির পায়ের ছাপ দেখা গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

'ইয়েতি অভিযান' -এ গিয়ে কাকাবাবু কী পয়েছিলেন তা বাঙালি জানে। তবে এবার বাস্তবের মাটিতে দাঁড়িয়ে হিমালয়ের বুকে যে ৩২ *১৫ ইঞ্চির পায়ের ছাপ দেখা গিয়েছে, সেই রহস্যের উত্তরে কী জানা যায়, তা ঘিরে ক্রমেই ঘনীভূত হচ্ছে কৌতূহল। এদিন, সকালে ভারতীয় সেনার তরফে বেশ কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে, যেখানে দেখা গিয়েছে এক অতিকায় বড় পায়ের ছাপ পড়েছে হিমালয়ে। সেখানে মাকালু বেসে এক অভিযানে গিয়ে ভারতীয় সেনা দেখতে পায় এই ছাপ। প্রশ্ন উঠছে তাহলে কি এই পায়ের ছাপ ইয়েতির! কী এই ইয়েতি? দেখে নেওয়া যাক।

তুষার মানব ইয়েতি!


ইয়েতি বলতে এক কল্প মানবের তথ্যই উঠে আসে। যে জায়াগা করে নিয়েছে নেপালের লোকসহিত্যে। সেখানে ইয়েতি তুষার মানব বল পরিচিত। তা বিশালতা এতটাই যে তা ভয়ঙ্কর পর্যায়ে চলে যায়। মনে করা হয়, তুষারাবৃত পূর্ব এশিয়া, সাইবেরিয়া এবং হিমালয়ে বসবাস করে ইয়েতি।

ইয়েতিকে পূজা করা হত

খানিকটা বনমানুষের মতো দেখতে এই ইয়েতিকে বেশ কিছু সম্প্রদায় পুজো করে । ঊনিশ শতকে এই বিশালাকার তুষারমানব সম্পর্কে শোনা গিয়েছিল, এরা নাকি হিমবাহের সঙ্গে আসে। নিজেদের সঙ্গে রাখে পাথরের ধারালো অস্ত্র।

ইয়েতির বিভিন্ন নাম!


তিব্বত, নেপাল এলাকাতেই ইয়েতিকে একেকটি জায়গায় এক এক রকমের নামে ডাকা হয়। কোথাও 'মিগোই', কোথাও 'মিশে' বা 'মিতেহ' বলা হয়ে থাকে। তবে এরা সত্যিই রয়েছে কি না তা নিয়ে খানিকটা প্রশ্ন ছিলই। যে প্রশ্ন আজ আরও একবার উস্কে দিয়েছে ভারতীয় সেনার পোস্ট।

English summary
What Is Yeti,Indian Army releases more picturs of 32 by 15 inch footprint.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X