For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাদের শরীরে বাসা বাঁধছে সবুজ ফাঙ্গাস? প্রাথমিক উপসর্গ, প্রভাব সম্পর্কে কী বলছেন বিশেষজ্ঞরা

কী এই সবুজ ফাঙ্গাস? প্রাথমিক উপসর্গ, মারণ ক্ষমতা সম্পর্কে কী বলছেন বিশেষজ্ঞরা

  • |
Google Oneindia Bengali News

সাদা-কালো-হলুদের পর ইতিমধ্যেই দেশের বুকে থাবা বসিয়েছে সবুজ ছত্রাক। আক্রান্ত হয়েছেন মধ্যপ্রদেশের এক করোনা জয়ী যবুক। সোমবারই ওই রোগীকে ইন্দোর থেকে মুম্বইতে স্থানান্তরিত করা হয়েছে। যা দেশের মধ্যে এখনও পর্যন্ত প্রথম ঘটনা বলেই মনে করা হচ্ছে।

ভয় ধরাচ্ছে অ্যাস্পারগিলোসিস

ভয় ধরাচ্ছে অ্যাস্পারগিলোসিস

এদিকে ডাক্তারি পরিভাষায় সবুজ ছত্রাককে অ্যাস্পারগিলোসিস(Aspergillosis) বলেই ডাকা হচ্ছে। মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসের সঙ্গ এর কিছু চারিত্রিক পার্থক্য রয়েছে বলেও জানাচ্ছেন বিশেষজ্ঞরা। ব্ল্যাক ফাঙ্গাসের সমগোত্রীয় হলেও ধারে ভারে অনেক বেশি সংক্রমণ ক্ষমতা রাখে এই সবুজ ছত্রাক। এমনকী ফুসফুস ও রক্তেও খুব সহজেই সংক্রমণ ছড়ায় বলে জানাচ্ছেন তারা।

 ব্ল্যাক ফাঙ্গাসের সঙ্গে এর পার্থক্য কোথায় ?

ব্ল্যাক ফাঙ্গাসের সঙ্গে এর পার্থক্য কোথায় ?

এমনকী রোগের উপসর্গ দেখলে অনেকেই একে ব্ল্যাক ফাঙ্গাস বলে গুলিয়ে ফেলতে পারেন বলেও মত বিশেষজ্ঞদের। তবে এর সংক্রমণ ক্ষমতা ও শরীরে প্রভাবের ক্ষেত্রে কালো ছত্রাকের থেকে বেশ কিছু সুক্ষ্ম পার্থক্য রয়েছে। তবে এই রোগ যেহেতু একদমই নতুন তাই করোনা থেকে সেরে ওঠা এবং সাধারণ রোগীর সংক্রমণ কতটা আলাদা, তাও খুঁটিয়ে গবেষণার পরেই বলা সম্ভব বলে মত ওয়াকিবহাল মহলের।

রং বদলেই বাড়ছে মারণ ক্ষমতা! কালো-সাদা-হলুদের পর এবার সবুজ ছত্রাকের হানা দেশেরং বদলেই বাড়ছে মারণ ক্ষমতা! কালো-সাদা-হলুদের পর এবার সবুজ ছত্রাকের হানা দেশে

 কাদের ঝুঁকি সর্বাধিক ?

কাদের ঝুঁকি সর্বাধিক ?

তবে যাদের মারত্মক পর্যায়ের করোনা সংক্রমণ হয়েছিল তাদের ক্ষেত্রেই এই রোগের ঝুঁকি সর্বাধিক। এই তথ্য সামনে আসতেই করোনা জয়ীদের মধ্যে নতুন করে শুরু হয়েছে উদ্বেগ। এমনকী ইন্দোরের যে ব্যক্তির ক্ষেত্রে এই রোগ ধরা পড়ে তার ফুসফুসেও ১০০ শতাংশ করোনা সংক্রমণ ছিল বলে চিকিৎসকরা জানিয়েছেন। এমনকী আইসিইউতে ভর্তিও ছিলেন বলে জানা গিয়েছে।

প্রাথমিক উপসর্গ কী ?

প্রাথমিক উপসর্গ কী ?

এই রোগের প্রাথমিক লক্ষণ খানিকটা ব্ল্যাক ফাঙ্গাসের মতো হলেও বেশিরভাগ ক্ষেত্রেই রোগীর নাক দিয়ে রক্ত পড়ে থাকে। শারীরিক দুর্বলতার পাশাপাশি তার ওজনও দ্রুত কমতে থাকে। এদিকে গত তিন সপ্তাহে গোটা দেশে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ ১৫০ শতাংশেরও বেশি বেড়েছে। বর্তমানে গোটা দেশে ব্ল্যাক ফাঙ্গাসে মৃত্যুহার প্রায় ৫০ শতাংশ। এমতাবস্থায় সবুজ ফাঙ্গাসের আক্রমণ যে নতুন করে ভয়ের সঞ্চার করছে তা বলাই বাহুল্য।

English summary
Whose body is home to the green fungus? What the experts say about the initial symptoms, the effects
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X