For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বড় কোন নাশকতার হাত থেকে রক্ষা রাজধানীর! দিল্লির ফুল মার্কেটের ঘটনায় ডিসিপি কী জানালেন

ফুল বাজার থেকে ব্যাগ ভর্তি বিস্ফোরক আইইডি পাওয়া গিয়েছিল

  • |
Google Oneindia Bengali News

সামনেই প্রজাতন্ত্র দিবস। আর তার আগেই দিল্লির গাজিপুর ফুলের মার্কেটে ভয়াবহ ঘটনার খবর পাওয়া গিয়েছিল। ফুল বাজার থেকে ব্যাগ ভর্তি বিস্ফোরক আইইডি পাওয়া গিয়েছিল। যা থেকে রাজধানীতে চাঞ্চল্যয়ের সৃষ্টি হয়েছিল। যার পরে দিল্লি পুলিশ তদন্ত শুরু করেছিল।

বড় কোন নাশকতার হাত থেকে রক্ষা রাজধানীর! দিল্লির ফুল মার্কেটের ঘটনায় ডিসিপি কী জানালেন


অনেক নিরাপত্তা প্রদান করেন পুলিশ বাহিনী। তাঁদের সহযোগিতায় রাজপথে ৩০০ টির বেশি cctv লাগানো হয়। পাশাপাশি ফেসিয়াল রিকগনিশন সিস্টেমের (FRS) ব্যবহার করা হয়।

নয়াদিল্লির ডিসিপি দীপক যাদব জানিয়েছেন, যে কোনও সন্ত্রাস বাহিনীর হুমকির থেকেও, করোনা সংক্রমণের বৃদ্ধির মোকাবিলা করা পুলিশের কাছে একটি বড় চ্যালেঞ্জ। তিনি পুলিশ কর্মীর উদ্দেশ্যে জানিয়েছেন,প্রয়োজনীয় সতর্কতা অনুসরণ করা দরকার। পাশাপাশি নয়াদিল্লিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা আরোপ করা হয়েছে।

অভিষেক গোয়া গিয়েছেন মন ভাল করতে! ডায়মন্ডহারবার মডেল কলকাতায় নয় কেন, প্রশ্ন দিলীপের অভিষেক গোয়া গিয়েছেন মন ভাল করতে! ডায়মন্ডহারবার মডেল কলকাতায় নয় কেন, প্রশ্ন দিলীপের

তিনি আরও জানান, আমরা নয়া দিল্লির আশেপাশের হোটেল গুলির পর্যটক ও দর্শনার্থীদের জিজ্ঞাসাবাদের ওপর আরও নজর দিচ্ছি। কোনও অপ্রীতিকর ঘটনার প্রতিক্রিয়া জানাতে একটি কুইক রিঅ্যাকশন টিম বা QRT মোতায়েন করা হবে। তাছাড়া আমরা একটি ড্রোন কাজকর্ম সম্পন্ন দল মোতায়েন করেছি। FRS -এ সক্ষম সুবিধা সহ প্রায় ৩০০ টি ক্যামেরা রাজপথে লাগানো হয়েছে। যেখানে সিস্টেমে ৫০,০০০ সন্দেহ জনক অপরাধীর একটি ডাটা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

তাছাড়া তিনি আরও জানান, করোনার কারণে শুধুমাত্র ৪,০০০ টি টিকিট পাওয়া যাবে। ২৪,০০০ জনকে ইভেন্টে যোগ দেওয়ার অনুমতি প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, প্রজাতন্ত্র দিবসের আগেই দিল্লির গাজিপুর ফুলের মার্কেটে ভয়াবহ ঘটনার খবর পাওয়া গিয়েছিল। ফুল বাজার থেকে ব্যাগ ভর্তি বিস্ফোরক আইইডি পাওয়া গিয়েছিল। যা থেকে রাজধানীতে উদ্বেগের সৃষ্টি হয়েছিল। যার পরে দিল্লি পুলিশ তদন্ত শুরু করেছিল।

পুলিশ সূত্র মারফত জানা গিয়েছিল, শুক্রবার সকালে দিল্লির গাজিপুর ফুলের মার্কেটে একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। সেখানে কোভিডের ভাইরাসের জীবাণুমুক্ত হওয়ার কাজ চলচ্ছিল। ভ্যাগটি নজরে আসে সাফাইকর্মীদের। তড়িঘড়ি তাঁরা পুলিশে খবর দেয়। ঘটনায় ঘটনাস্থলে আসেন বম্ব স্কোয়াডের দলও। জানা যায়, পড়ে থাকা ব্যাগে আছে, আইইডি। পুলিশের সহায়তায় বিস্ফোরকটি নষ্ট করা হয়।

English summary
what is the reaction of dcp to the horrific incident at gazipur flower market in delhi,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X