For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জন ধন যোজনার ছ’‌বছর পূর্তি উপলক্ষ্যে গ্রাহকদের কী উপহার দিলেন প্রধানমন্ত্রী

জন ধন যোজনার ছ’‌বছর পূর্তি উপলক্ষ্যে গ্রাহকদের কী উপহার দিলেন প্রধানমন্ত্রী

Google Oneindia Bengali News

দেশের সব পরিবারের অ্যাকাউন্ট থাকবে, এই লক্ষ্য বাস্তবায়ন করতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জন ধন যোজনা প্রকল্প চালু করেছিলেন। এবার সেই যোজনায় আরও দুই সুবিধা যুক্ত করা হল। দরিদ্রদের জন্য সামাজিক সুরক্ষা সৃষ্টি করার লক্ষ্যে কেন্দ্র সরকার জীবন ও দুর্ঘটনা বিমা স্কিম চালু করেছে। একটির নাম প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা (‌পিএমজেজেবিওয়াই)‌ ও দ্বিতীয়টির নাম প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা (‌পিএমএসবিওয়াই)‌। এই দুই সুবিধা কেবলমাত্র জন ধন যোজনায় অ্যাকাউন্ট রয়েছে তাঁরাই পাবে।

২০১৫ সালে এই দুই স্কিমের ঘোষণা

২০১৫ সালে এই দুই স্কিমের ঘোষণা

২০১৫ সালে সরকারের এই বিমা স্কিমের ঘোষণা করা হয়েছিল। এনডিএ সরকারের ঐক্যবদ্ধ প্রকল্প জন ধন যোজনার ছ'‌বছর পূর্তি উপলক্ষ্যে শুক্রবারই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই প্রকল্পটি প্রাথমিকভাবে সমস্ত পরিবারকে ব্যাঙ্কিং পরিষেবা সরবরাহ করার জন্য চালু করা হয়েছিল তবে কোভিড-১৯ এর সময় সরাসরি বেনিফিট ট্রান্সফার (ডিবিটি), আর্থিক সহায়তার বিতরণ সহ অন্যান্য কল্যাণমূলক প্রকল্পগুলির সাফল্যে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

দুই বিমার সুবিধা কি কি

দুই বিমার সুবিধা কি কি

প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা প্রকল্পের আওতায় আসতে পারেন ১৮ থেকে ৫০ বছরের যে কোনও ভারতীয়। বছরে মাত্র ৩৩০ টাকার প্রিমিয়াম দিয়ে এই জীবন বিমা করা যায় এবং ২ লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে গ্রাহকের মৃত্যু হলে। অন্যদিকে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা প্রকল্পের আওতায় আসতে পারেন ১৮ থেকে ৭০ বছর বয়সের ব্যক্তিরা। এই প্রকল্পে বছরে প্রিমিয়াম মাত্র ১২ টাকা। দুর্ঘটনায় মৃত্যু বা কর্মক্ষমতা চলে গেলে মেলে ২ লক্ষ টাকা এবং আংশিক কর্মক্ষমতা খোয়ালে মেলে ১ লক্ষ টাকা। এতদিন এই দুই বিমার সুযোগ পেতেন না জন ধন প্রকল্পের গ্রাহকরা। এবার তা যুক্ত করতে চলেছে কেন্দ্রীয় সরকার।

 রেকারিং ও ডিজিটাল লেনদেনের সুবিধা

রেকারিং ও ডিজিটাল লেনদেনের সুবিধা

জানা গিয়েছে, জন ধন প্রকল্পের গ্রাহকদের আরও সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে মোদী সরকারের। অর্থমন্ত্রক সূত্রে খবর, রেকারিং ডিপোজিটের সুবিধা দেওয়ার কথাও ভাবা হচ্ছে। একই সঙ্গে এই প্রকল্পের গ্রাহকদের আরও বেশি করে ডিজিটাল লেনদেনের সুযোগ দেওয়া হবে। অ্যাকাউন্ট গ্রাহকদের রুপে কার্ডও দেওয়া হবে বলে জানা গিয়েছে।

জন ধন যোজনায় সুবিধাভোগীর সংখ্যা ৮০.‌৩৫ কোটি

জন ধন যোজনায় সুবিধাভোগীর সংখ্যা ৮০.‌৩৫ কোটি

১৯ অগাস্ট পর্যন্ত জন ধন যোজনায় ৪০.‌৩৫ কোটি সুবিধাভোগী যুক্ত হয়েছে। এই সব অ্যাকাউন্টে জমা করা টাকার পরিমাণ ১.৩১ লক্ষ কোটি টাকা। এই অ্যাকাউন্টের দুই-তৃতীয়াংশ গ্রাহক গ্রাম থেকে এবং ৫৫ শতাংশ গ্রাহক মহিলা বলে জানা গিয়েছে সরকারি তথ্যে। এই সব অ্যাকাউন্টে গড় জমার পরিমাণ ৩,২৩৯ টাকা। ২০১৫ সালের তুলনায় যা আড়াই গুণ বেড়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী, টানা দু'বছরের বেশি সময় জন ধন অ্যাকাউন্টে কোনও লেনদেন না হলে সেগুলিকে অকার্যকর ধরে নেওয়া হয়। জানা গিয়েছে, অগাস্ট পর্যন্ত মোট ৪০.৩৫ কোটি অ্যাকাউন্টের মধ্যে এখন ৩৪.৮১ অ্যাকাউন্ট কার্যকর।

বিজেপির রাজ্য সভাপতিই বলছেন মোদীর নামে ভোট দেবে না মানুষ! বিতর্ক তুঙ্গেবিজেপির রাজ্য সভাপতিই বলছেন মোদীর নামে ভোট দেবে না মানুষ! বিতর্ক তুঙ্গে

English summary
what gifts prime minister give to the customers on the occasion of the completion of six years of jan dhan yojana
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X