For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তাপমাত্রা ৪১ ডিগ্রির বেশি! এই সপ্তাহে দিল্লিতে তীব্র তাপপ্রবাহ, সতর্কবার্তা আবহাওয়া দফতরের সঙ্গে শ্রমমন্ত্রকের

উত্তর-পশ্চিম ভারতের বিভিন্ন জায়গা তীব্র তাপপ্রবাহের (heat wave) কবলে। বাদ নেই দিল্লিও। সেখানে আবহাওয়া (weather) দফতরের যে কেন্দ্রগুলি রয়েছে, সবেতেই তাপমাত্রা ৪১ ছাড়িয়েছে কিংবা তার কাছাকাছি রয়েছে। আবহাওয়া দফতরের তরফে স

  • |
Google Oneindia Bengali News

উত্তর-পশ্চিম ভারতের বিভিন্ন জায়গা তীব্র তাপপ্রবাহের (heat wave) কবলে। বাদ নেই দিল্লিও। সেখানে আবহাওয়া (weather) দফতরের যে কেন্দ্রগুলি রয়েছে, সবেতেই তাপমাত্রা ৪১ ছাড়িয়েছে কিংবা তার কাছাকাছি রয়েছে। আবহাওয়া দফতরের তরফে সতর্ক করে বলা হয়েছে, এই সপ্তাহে দিল্লিতে (delhi) তীব্র তাপপ্রবাহ হতে পারে।

উত্তর-পশ্চিম ভারতে তাপপ্রবাহের পূর্বাভাস

উত্তর-পশ্চিম ভারতে তাপপ্রবাহের পূর্বাভাস

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রাজস্থানের বেশ কিছু অংশে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণ হরিয়ানা এবং দিল্লি, দক্ষিণ উত্তর প্রদেশে ৭ এপ্রিলের মধ্যে বিচ্ছিন্নভাবে তাপপ্রবাহ হতে পারে। মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড এবং গুজরাতের তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। উল্লিখিত জায়গাগুলিতে তাপমাত্রা ইতিমধ্যেই তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরিয়ে গিয়েছে। আবহাওয়া দপতর জানিয়ে এই সপ্তাহেই এইসব রাজ্যে তাপপ্রবাহ হতে পারে।

তাপমাত্রা ১২২ বছরের মধ্যে সর্বোচ্চ

তাপমাত্রা ১২২ বছরের মধ্যে সর্বোচ্চ

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম ভারতে সর্বোচ্চ তাপমাত্রা ইতিমধ্যেই ১২২ বছরের মধ্যে সর্বোচ্চ। চলে যাওয়া মার্চ মাস ছিল এখনও পর্যন্ত ১২২ বছরের মধ্যে সব থেকে গরম। এই তাপমাত্রা আরও বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, শুধু উত্তর পশ্চিম ভারতই নয়, পশ্চিম হিমালয়েও তাপপ্রবাহের পরিস্থিতি রেকর্ড করা হয়েছে। মহারাষ্ট্রের আকোলায় সর্বোচ্চ ৪৪ ডিগ্রি এবং রাজস্থানের বারমেরে ৪৩.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

 দিল্লিতে রেকর্ড তাপমাত্রা

দিল্লিতে রেকর্ড তাপমাত্রা

দিল্লির পাঁচটি আবহাওয়া দফতরের কেন্দ্রে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। আবহাওয়া দফতরের কথায় এই অঞ্চলগুলিতে ইতিমধ্যেই তাপপ্রবাহ চলছে। আবহাওয়া দফতরের যে কেন্দ্রগুলিতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, তার মধ্যে রয়েছে পালাম (৪০.২ ডিগ্রি), আয়ানগর( ৪০.৬ ডিগ্রি), রিজ (৪১.৪ ডিগ্রি), নাজবগড় (৪১ ডিগ্রি), পীতমপুরা (৪১ ডিগ্রি)। আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, আগামী পাঁচ দিন দিল্লি-সহ আপপাশের এলাকায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে কেননা সব অঞ্চল উত্তর-পশ্চিমের শুষ্ক আবহাওয়ার মধ্যে পড়েছে।

আবহাওয়া দফতরের সতর্কবার্তা

আবহাওয়া দফতরের সতর্কবার্তা

আবহাওয়া দফতরের তরফে সতর্ক করে বলা হয়েছে যতটা সম্ভব বাড়ির ভিতরে থাকতে হবে। এড়াতে হবে সূর্য। তাপপ্রবাহে অসুস্থ ব্যক্তিদের স্বাস্থ্য উদ্বেগের কারণ হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। শ্রমমন্ত্রকের তরফেই আবহাওয়া দফতরের বিজ্ঞপ্তি অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে। শ্রমিকদের সূর্যের সংস্পর্শ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার বাতাসের গতিবেগ ঘন্টায় ৩০ কিমি ছোঁয়ার পরে তাপমাত্রাও কিছুটচা কমে। কিন্তু এই বাতাস না থাকলে তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছে কিংবা তার থেকে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এপ্রিলের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। সেই কারণে তাপপ্রবাহ অবশ্যম্ভাবী।

ওড়িশার শ্রীঘরে অনুব্রত চু-কিত-কিত খেলবেন! আসানসোলে প্রচারে তীব্র কটাক্ষ অগ্নিমিত্রারওড়িশার শ্রীঘরে অনুব্রত চু-কিত-কিত খেলবেন! আসানসোলে প্রচারে তীব্র কটাক্ষ অগ্নিমিত্রার

English summary
Weather office IMD predicts severe heat wave in Delhi this week
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X