For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহুয়া গাছের ঐশ্বরিক ক্ষমতা দেখতে গ্রামবাসীদের ভিড়, ঠেলাঠেলিতে জখম ১২জন পুলিশ-কর্মী

মহুয়া গাছের ঐশ্বরিক ক্ষমতা দেখতে গ্রামবাসীদের ভিড়, ঠেলাঠেলিতে জখম ১২জন পুলিশ-কর্মী

  • |
Google Oneindia Bengali News

গত বুধবার একটি বিস্ময়কর পরিস্থিতির সম্মুখীন হল মধ্যপ্রদেশ। রাজ্যের হোসনাবাদ জেলার নঁয়গা গ্রামে একটি মহুয়া গাছের ঐশ্বরিক ক্ষমতা দেখতে একত্রিত হয়েছিল প্রায় কয়েকশ মানুষ। তাদের বিশ্বাস, ওই মহুয়া গাছের এক বিশেষ ধরণের রোগ নিরাময় ক্ষমতা রয়েছে। তাই এই গাছের স্পর্শেই সেরে যেতে পারে যে কোনও রকম দুরারোগ্য ব্যাধি, এবং গাছটির ঐশ্বরিক ক্ষমতার দ্বারা সমাধান হতে পারে জীবনের যে কোনও সমস্যাও। এই বিশ্বাসের জেরেই বুধবার গাছটির কাছে জড়ো হয়েছিলেন গ্রামবাসীরা।

মহুয়া গাছের ঐশ্বরিক ক্ষমতা দেখতে গ্রামবাসীদের ভিড়, ঠেলাঠেলিতে জখম ১২জন পুলিশ-কর্মী

এদিকে সময়ের সাথে সাথে জনতার ভীর বাড়তে থাকলে অশান্তি এড়াতে নিকটবর্তী থানার পুলিশ কর্মীরা ভীর নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। এরপরই স্থানীয়দের রোষের মুখে পড়েন। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় আহত হন বাঁশেদী থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার এস.এল ঝাড়িয়া সহ আরও ১২জন পুলিশ-কর্মী।

সূত্রের খবর, জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন আহত পুলিশ কর্মীরা। বাঁশেদী থানার ইনচার্জ এস.এল ঝাড়িয়া মাথায় গুরুতর চোট নিয়ে ভর্তি রয়েছেন নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে।

এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আশেপাশের থানা থেকে অকুস্থলে প্রচুর পুলিশ-কর্মী মোতায়েন করা হয়। সূত্রের খবর, মহুয়া গাছের এই নিরাময়ী ক্ষমতার খবর পেয়ে এই গাছের আশীর্বাদ নিতে গত সেপ্টেম্বরের পর থেকে প্রায় ২লক্ষ মানুষের সমাগম হয় এই গ্রামে। বন দপ্তরের কর্মকর্তাদের আশঙ্কা পার্শ্ববর্তী গ্রাম গুলিতে এই গাছ সম্পর্কে কুসংস্কার ছড়িয়ে পড়ার জেরেই তৈরি হয়েছে এই পরিস্থিতি।

English summary
Villagers gathered in Madhya pradesh to see the divine power of the Mahua tree, 12 policemen wonded by the mob
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X