For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাল্টে যাচ্ছে জেলের খাবার! পাঁচ তারা FSSAI রেটিং পেল উত্তরপ্রদেশের কারাগার

পাল্টে যাচ্ছে জেলের খাবার! পাঁচ তারা FSSAI রেটিং পেল উত্তরপ্রদেশের কারাগার

Google Oneindia Bengali News

জেলের খাবার মানেই অত্যন্ত খারাপ। দেশের সাধারণ নাগরিকদের মধ্যে এধরনের একটা ধারণা রয়েছে। সেই ধারণা এবার পাল্টানোর সময় এসেছে। অন্তত উত্তরপ্রদেশের ফারুখাবাদের ফতেহগড় কেন্দ্রীয় কারাগারের খাবার দেখলে সেই ধারণা পাল্টাতে বাধ্য। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া বৃহস্পতিবার এই কেন্দ্রীয় কারাগারে বন্দিদের উন্নতমানের খাবার পরিবেশনের জন্য ফাইভ স্টার রেটিং দিয়েছে।

জোর দেওয়া হচ্ছে পুষ্টিগত খাবারে

জোর দেওয়া হচ্ছে পুষ্টিগত খাবারে

ফারুখাবাদের জেলা শাসক সঞ্জয় সিং জানিয়েছেন, এফএসএসএআই-এর এর স্বীকৃতি নির্দেশ করে, কারাগারের বন্দিদের যে খাবার পরিবেশন করা হয়, তার গুনগত মান অত্যন্ত উন্নত। এই কারাগারে প্রায় ১১০০ জন বন্দি রয়েছেন। বন্দিদের জন্য পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার বরাদ্দ করা হয়েছে। এই কারাগারটি ২০২২ সালের মার্চে এফএসএসআই এর লাইসেন্স পেয়েছে। তারপরেই এই কারাগারে বন্দিদের খাবারের গুনগত মানের ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি পরিষ্কার পরিছন্নতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

কর্মীদের দেওয়া হয়েছে প্রশিক্ষণ

কর্মীদের দেওয়া হয়েছে প্রশিক্ষণ

ফতেহগড় কারাগারের জেলার অখিলেশ কুমার জানান, প্রথমে কারাগারের কর্মীদের অনলাইনের প্রশিক্ষণ দেওয়া হয়। এরপরে তা বাস্তবায়িত করার চেষ্টা করা হয়। খাদ্যপণ্য কেনার বিষয়ে গুরুত্ব দেওয়া হয় এফএসএসএআই-এর রেটিং দেওয়া দোকানগুলোর ওপর জোর দেওয়া হয়। সেখান থেকেই খাদ্যপণ্য কেনা হয়। এছাড়া রান্নার সময় জেলের কর্মীদের পোশাকের পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি অ্যাপ্রন পরে রান্না করা বাধ্যতামূলক করা হয়। তিনি বলেন, জেলে নিরামিষ রান্না পরিবেশন করা হয়। তবে বন্দির পুষ্টির যাতে কোনও অভাব না হয়, তাকেই বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

রবিবার বিশেষ ভোজের ব্যবস্থা

রবিবার বিশেষ ভোজের ব্যবস্থা

অখিলেশ কুমার জানিয়েছেন, প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করা হয়। ডালের মধ্যে মূলত অহড়র, মুসুর ব্যবহার করা হয়। এছাড়াও বন্দিদের জন্য ছানার ব্যবস্থা করা হয়। তিনি জানিয়েছেন, সপ্তাহে দুই দিন বন্দিদের প্রতাঃরাশের সময় ছানা দেওয়া হয়। এছাড়াও সপ্তাহে দুই দিন বন্দিরা প্রাতঃরাশে রুটি খান ও দুই দিন ডালিয়া। রবিবারে বন্দিদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। মাসের প্রথম, তৃতীয় ও শেষ রবিবারের জন্য বরাদ্দ করা হয়েছে লুচি, তরকারি ও সুজি। তিনি জানিয়েছেন, বন্দিদের মধ্যে ৩০ থেকে ৩৫ জন রান্নার কাজে যুক্ত।

অ্যাপ্রোন বাধ্যতামূলক

অ্যাপ্রোন বাধ্যতামূলক

ফারুখাবাদের ফতেহগড় কেন্দ্রীয় কারাগারের জেলর জানিয়েছেন, বিভিন্ন রেস্তোরাঁতে যেমন দেখতে পাওয়া যায়, রান্নার সময় অ্যাপ্রোন পরছেন কর্মীরা। সেই রকম এখানেও রান্নার সময় অ্যাপ্রোন বাধ্যতামূলক করা হয়েছে। যাঁরা রান্নার কাজের সঙ্গে যুক্ত, তাঁদের চুল, নখ যাতে পরিষ্কার থাকে, সেই দিকে নজর দেওযা হয়েছে। এছাড়াও সবজি কাটার মেশিন, ময়দা মাখার মেশিনের মতো আধুনিক প্রযুক্তি রান্নাঘরে স্থান পেয়েছে। তিনি দাবি করেছেন, প্রতিদিন যে রান্না হচ্ছে, তা প্রথমে পরীক্ষা করা হয়। বন্দিরাও এই রান্নায় খুশি।
তিনি জানিয়েছেন, স্বাধীনতা দিবসের দিন বিশেষ ভোজের ব্যবস্থা করা হয়েছিল। সেদিন বন্দি ও কারাগারের কর্মীরা একসঙ্গে খেয়েছিলেন বা খাবার পরিবেশন করেছিলেন।

ভারতে বেকারত্বের হার শীর্ষে পৌঁছল, গ্রামকে টেক্কা দিয়ে শহরের পরিসংখ্যানে চোখ কপালেভারতে বেকারত্বের হার শীর্ষে পৌঁছল, গ্রামকে টেক্কা দিয়ে শহরের পরিসংখ্যানে চোখ কপালে

English summary
Uttar Pradesh jail gets five star rating from FSSAI for good food
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X